একটা জীবন বুঝলেন তো! একটাই জীবন!

 একটা জীবন বুঝলেন তো!

একটাই জীবন!

একদিন সকাল বেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে! ব্যাস! বেলা ফুরালো!

দুদিন আগে দেখা মেহগনি চারাটা, কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে! তাকে কা ট তে লোক এসেছে বাড়িতে!

পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল, বিয়ে করে কোথায় কোথায় চলে গেলো সবাই!  

সারা বেলা কাশতো যে বৃ দ্ধ লোকটা!

তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেলো, গোরস্থান!  

সদ্য গোফ ছাটা লাজুক ছেলেটা, ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলোই না কোনদিন!

বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন!

এত বয়সের ছাপ! এত কুঞ্চিত চামড়ার দল! কবে জমলো এসব!

এই যেন সেদিন, রাগী  মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচ কিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত! 

কি জাদুবলে,

কি বাতাসে, 

কি অদ্ভুত মায়ায় 

এভাবেই নরোম মোমের মতন গলে যায় দিন! 

একটাই জীবন বুঝলেন!  তার আর ফিরে আসা নেই। নেই দ্বিতীয় যাপন! নেই আর কোন সুযোগ!

দয়া করে বাচুন!

ঘুরুন।

বন্ধু হোক। 

দার্জিলিং এর মেঘে বসুন এক  সন্ধ্যায়!   কাঞ্চন জঙ্ঘায় রাখুন চোখ!

একটা নরোম কাথা গায়ে জড়ান!

সমুদ্রের ঢেউ আর একফোটা আলোর মুখোমুখি  হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি!

হৃদয় প্রসারি, ক্ষুদ্র দুঃখ সব  তুচ্ছ করাই যায়!

— ইমরান কায়েস

Post a Comment

0 Comments