যে কাজে আপনার আগ্রহ নেই, জোর করে চাপিয়ে দেয়া হয়েছে, সে কাজ ছেড়ে দিন

 যে কাজে আপনার আগ্রহ নেই, জোর করে চাপিয়ে দেয়া হয়েছে, সে কাজ ছেড়ে দিন। কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ না থাকলে কখনোই সেই কাজ দিয়ে সফলতা লাভ করতে পারবেন না। 

অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।

বর্তমান নিয়ে বাঁচুন। অতীতের ভুল নিয়ে হা হুতাশ করা বন্ধ করুন। এটা নিছক আপনার সময় নষ্ট করে। কোনো উপকার করে না। ভবিষ্যত নিয়েও দুশ্চিন্তা করার দরকার নাই। বর্তমানে আপনি যে কাজ করছেন, সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। সুতরাং বর্তমানকে সুন্দর করুন। ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাবে। 

ইতিবাচক চিন্তা করুন। তাহলে সঠিক যুক্তি এবং পরিকল্পনামাফিক কাজ করতে পারবেন। নেতিবাচক চিন্তা আপনাকে শুধু উদ্বেগ দেবে, স্নায়ু দুর্বল করে ফেলবে। 

জীবনটাকে বালিঘড়ি বলে মনে করুন। আপনি জানেন বালিঘড়িতে হাজার হাজার বালুকণা থাকে, তারা ধীরে ধীরে যন্ত্রটার ভিতরের ছোট্ট ফুটো দিয়ে পড়তে থাকে। যন্ত্রটা না ভেঙে আমরা একসঙ্গে বেশি বালি ঢোকাতে পারি না। আপনি বা আমি সকলেই ওই বালিঘড়ির মত। সকালে আমরা কাজ শুরু করার সময় শত শত কাজ থাকে, সেই কাজের পাহাড় দেখে দুশ্চিন্তা করলে কাজই আর করা হবে না। একে একে ধারাবাহিকভাবে কাজ করতে শুরু করুন।  একসসময় অবাক হয়ে দেখবেন সব কাজ করে ফেলেছেন, ঠিক যেমন বালিঘড়ির সবগুলো বালুকণা একের পর এক নিচে পড়েছে। এজন্য একবারে সফল হওয়ার প্ল্যান করবেন না৷ প্ল্যানকে অনেকগুলো ধারাবাহিক কাজে ভাগ করুন। তারপর ক্রমান্বয়ে সেই কাজ করতে শুরু করুন। সফলতা এভাবেই আসে। একবারে আসে না কখনোই। 

আপনি যদি ডিপ্রেশনে থাকেন, ভেবে দ্যাখেন ওই অতীত নিয়ে হা হুতাশ, আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে বেশি কাবু করে ফেলেছে, আপনার জীবনকে হতাশাগ্রস্থ করেছে। এজন্য সর্বপ্রথমে অতীত আর ভবিষ্যতের চিন্তা মন থেকে মুছে ফেলুন। ইতিবাচক পরিকল্পনা নিয়ে বর্তমানে বাঁচুন। দেখবেন আপনার কোনো ডিপ্রেশনই নাই। 

বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই নতুন জীবন।

আমরা সকলেই জীবনযুদ্ধ এড়িয়ে চলতে চাই। আমরা সবাই দিগন্তপারের কোন মায়া গোলাপের স্বপ্নে আচ্ছন্ন। কিন্তু জানালার পাশে যে অসংখ্য গোলাপ ফুটে রয়েছে তা আমরা দেখি না।

_________________________ 

তথ্যসূত্র: আজকের জন্য বাঁচুন (ডেল কার্নেগী)

Post a Comment

0 Comments