তারিখঃ ০৪/০১/২৫
‘অভিনয়শিল্পী’ নামটা শুনলেই অসম্ভব রকমের ভালো লাগে তাইনা!
তাদের জীবন অভিনয়ের পেশায় কাটলেও বাস্তবের চিত্র অনেকটাই আলাদা, কেনোনা সেই দশ পাতার কাগজে লেখা স্ক্রিপ্টের মতো তো আর জীবনটাকে সাজানো
যায় না। অভিনয়ের জীবনে তাদের সেলিব্রেটি হয়ে ওঠা হলেও কিন্তু প্রিয় সেই
স্বাধীনতাটাকে হারাতে হয়। তাদের মনটা সব সময় খোলা আকাশের নিচে মুক্ত মনে হাটতে
চাইলেও বডিগার্ড নামে দু-চারজন ছাড়া কেনো জানি আর চলা হয় না। তাদের পর্দার আর
পর্দার বাইরের চিত্রটা অনেকটাই ভিন্ন। রাস্তার পাশের টং দোকানে অন্য সবার মতো
বন্ধুদের সাথে আড্ডার ইচ্ছেটা থাকলেও সেলিব্রেটি নামের মুখোশে সেই স্বাদটা বড়
কোনো রেস্টুরেন্টে বসেই সারতে হয়। পর্দায় ভালোবাসার অভিনয়টা ঠিকঠাকভাবে করতে
পারলেও বাস্তব জীবনের ভালোবাসার মানুষগুলোকে ব্যস্ততায় আর সময় দেওয়া হয় না। নাটক
বা সিনেমায় হাসি খুশির অভিনয় করলেও বাস্তবে নিজের ভেতরের বোবা কান্নাটুকু পর্দার
আড়ালেই সারতে হয়। আসলে অভিনয়শিল্পী হওয়াটাও একটা বড় গুণ, সবাই অভিনয়ে
বাস্তবতাকে ফুটিয়ে তুলতে পারে না। ভালো অভিনয়শিল্পী হতে চাই প্রচুর পরিশ্রম আর
অধ্যাবসায়। কেউই নিজেকে সফল অভিনেতা বা অভিনেত্রী বলে দাবি করতে পারেননা ততোক্ষণ যতক্ষণ
না একজন দর্শক তাকে সফল বলতে পারে। অভিনয়শিল্পী হয়ে ওঠাটা একটা বড় চ্যালেঞ্জ,সবাই এ পরীক্ষায় উত্তরে উঠতে পারে না। অভিনয়ে প্রয়োজন বাস্তবতাকে
নিজের মাঝে আঁকড়ে ধরা। বাস্তব ও কাল্পনিক দুই চরিত্রই অভিনয়ের পারদর্শিতা একজন
অভিনেতাকে সফল অভিনেতা বানায়। একজন মানুষ সফল অভিনেতা তখনই যখন পর্দায় সত্যকে
মিথ্যে এবং মিথ্যেকে সত্যে রূপান্তরের অভিনয় করলেও তা দর্শক ধরতে পারবে না।
প্রতিদিন বিশ্বে হাজারো মানুষ বড় অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছে নিয়ে ঘর ছাড়ে,পাড়ি জমায় বড় শহরের পানে, দিনশেষে কিছু মানুষ সফলতার মুখ দেখলেও
বাকিগুলোকে হতাশার মুখোমুখি হতে হয়। অভিনয়শিল্পী চাইলেই হওয়া যায় না, আবার
চাইলে কেউ এই প্রতিভা লুকিয়ে রাখতে পারে না। অভিনয় তো তাকেই বলা যায়, যেটি দেখে দর্শক বলে উঠবে আরে এইটাই তো আমরা এতোদিন দেখতে চেয়েছিলাম।
কারো অভিনয় দেখেই কেউ কেঁদে ফেলে, আবার কারো অভিনয়ে সমালোচনার অভাব হয় না।
অভিনয়ের জগতে আশার তীব্রইচ্ছা আর অধ্যাবসায় এ কেউ হয়ে যায় রাতারাতি স্টার,
কেউবা অসাধু ব্যক্তির খপ্পরে পড়ে সর্বস্ব হারায়, কাউকে তো আবার
হতে হয় যৌন হয়রানির শিকার। সবশেষে, আমরা চাই তাদের মতো
জীবন আর বিলাসিতা আর তারা চায় আমাদের মতো একটুখানি স্বাধীনতা।
0 Comments