আমাদের জীবনে একটা সময় বন্ধু বান্ধবী সহ অনেক মানুষ এর বিশাল একটা প্রভাব ছিলো কিংবা এখন রয়েছে।
হঠাৎ করে একদিন দেখবো এই মানুষ গুলোর বিন্দু মাত্র চিহ্ন আমাদের অস্তিত্বের আশেপাশে ও নেই।
এর একমাত্র কারণ হচ্ছে আমাদের জীবনে সেই সব মানুষ গুলোর রিজিক কিংবা পার্ট যতটুকু থাকার সেইটুকুই পূরণ হয়ে গেছে।
এজন্যই সময়ের সাথে তাদের প্রস্থান হয়েছে তাদের মেমোরি ছাড়া জীবনে তখন আর কোন কিছুর অস্তিত্ব থাকে না।
তবু্ও আমাদের এগিয়ে যেতে হয় সময়ে সাথে মিলিয়ে চলতে হয়।
প্রতি নিয়ত নতুন নতুন মানুষ আসে জীবনে নতুন বন্ধু হয় নতুন বান্ধবী হয় কিংবা হতে পারে সিনিয়র ভাই/বোন।
এজন্যই যতটুকু সময় আমরা তাদেরকে পাই পুরো সময়টায় বেস্ট মেমোরি গুলো সৃষ্টি করা জরুরী।
কখন কাকে আমরা হারিয়ে ফেলি কিংবা কখন কে কাকে গুটিয়ে চলে যায় বলা মুশকিল।
“Life is a balance of holding on and letting go.” ❤️
0 Comments