পথশিশু

‘পথশিশু’                                                     তারিখঃ ১৪/০৫/১৮

"পথশিশু" নামের শেষে শিশু থাকলেও এদের জীবনটা অন্য সব শিশুদের মত নয়। ছোটবেলায় এরা আমার আপনার মতো সেই আদুরে ভালোবাসার ডাক শুনেনি। এদের ছোট আবদারগুলো শোনার কেউ নেই, এদের জীবন এমন হওয়ার কথা ছিলো না, এদের এমন জীবনের জন্য দায়ী এ নোংরা সমাজ আর সেইসব বাবা-মা যারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু লালন-পালনের ভয়ে ফেলে দেন রাস্তাঘাটে। আমার আপনার মতো এরা দামি খেলনা পায়নি, রাস্তার চেকা বোতল,রাস্তার পাশে শুয়ে থাকা নোংরা কুকুরটি তার খেলার সঙ্গী। পেটের দায়ে কাধে বোঝা নিয়ে হাঁটতে হয় গুটি গুটি পায় অনেকটা পথ। এরা জীবনে বিলাসিতা কি জিনিস তাই জানে না। এরাও চায় দুবেলা পেটপুরে খেতে,ভালো জামা কাপড় পড়তে। কিন্তু ভাগ্যের নির্মমতায় জুটে পুরনো ছেড়া জামা। যে বয়সে স্কুলে অ,আ শেখার কথা সেখানে দুই আঙ্গুলের রেখায় দিনের লাভ-লোকসানের হিসাব করতে হয়। এদের সহ্য করতে পারে না এই ভদ্র সমাজের কিছু ভদ্রতার মুখোশ পরা মানুষ। তারা এদের দেখলে নাক সিঁটকায়,শুরু হয় মন্দ নামে গালিগালাজ। কিছু অমানুষ তাদের গায়ে হাত তুলতেও ইতস্তত বোধ করে না। অথচ তারা যদি নিজেদেরকে এদের অবস্থানে রেখে চিন্তা করতো তাহলে হয়তো তাদের মানবতা এতটা নিচে নামতো না। এরা আপনার কাছে হাজার টাকা চায়না,চায় একটু ভালোবাসা আর সহানুভূতি। তাদের সাথে একটু হাসি মুখে কথা বলুন দেখবেন পরের দিন আপনাকে দেখে দৌড়ে আসবে একটু ভালোবাসার আবদারে। নিজের ছেলের গায়ে কাদা লাগলে নিজে রুমাল বের করে মুছতেও দ্বিধাবোধ করেন না। তাহলে কেন তাদের ডাস্টবিনের নোংরা আবর্জনা বলে গালি দেন?


Post a Comment

0 Comments