"বন্ধুত্ব"

‘বন্ধুত্ব’                                                       তারিখঃ ১২/০৬/১৮

সময় পাল্টেছে
,সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টেছে মানুষগুলোও,পাশে থাকা বন্ধুটিও দূরে সরে গেছে,অনেকে আবার রং পাল্টেছে গিরগিটির মতোন,১ দিন না দেখে থাকতে না পারা বন্ধুটিও অনায়েসে ১টি বছর পার করে দেয়,সময়ের মায়াজালে আজ সবাই বন্দী,বন্দী হয়তো আমিও।কেউবা দিয়েছে ব্যাস্ততার দোহাই,আর কেউ নিজে থেকেই সরিয়ে দিয়েছে,আসলে মধ্যবিত্ত পরিবারের তো,চলতে পারিনি হয়তো তাদের সাথে।সময় পাল্টেছে,আহা!শুধু সময় কেনো?সময়ের সাথে ইগোটাও বেড়েছে,অনেকে হারিয়েছে আমাকে এই সময়ের যাঁতাকলে,আর আমিও আবার ছেড়েছি অনেককেই,আসলে দুমুখো সাপের স্টকটা একটু বেশিই ছিলো তাই রাখার অতোটা প্রয়োজন মনে হয়নি।সময়ের সাথে পেয়েছি নতুন কিছু মুখ,বেশ কিছু নতুন বন্ধু,যারা আমাকে না আমার সেই আমিকে ভালোবাসে।এক সময় অনেককে দূরে সরিয়েছি।হাই,হ্যালোর মাঝেই তারা ছিলো সীমাবদ্ধ।কিন্তু দিনশেষে আজ তারাই আপন,তারা কোনো দুঃখ ভোলাতে বুকে জড়িয়ে নিতেও আক্ষেপ করেনা।অনেককেই চিনতাম না,হয়তোবা মুখ দেখেছি দুই একবার,এই রকম মুখ হয়তো সেই চিরচেনা স্কুল বা কলেজে দেখা।আজ তারাই রাস্তায় পথ আটকে দাঁড়ায়,দুই চারটি সুখ দুঃখের কথা বলে,ভালো লাগে। তাতেই ভুলে যাই সময়ের সাথে হারানো মানুষগুলোর কথা,কিছু স্বার্থপরের কথা।আসলে তাদের হারানোর পেছনে চাওয়াটা খুব সামান্যই ছিলো,অবসরে ২ মিনিট টি-স্টলে বসে আড্ডা দেয়াটা নিতান্তই কর্ম ব্যাস্ততার মাঝে পড়ে না।আজ অবশ্য কাউকে নিয়ে ভাবিনা,আছি নিজের নিজেকে নিয়ে,খুবই সুখে। আসলে তাদের না হারালে হয়তো কিছু নতুন মুখের আগমন হতোনা।আগে ফেসবুকে থাকতো ম্যাসেজের লম্বা লাইন,আর এখন গুনেও দুই চারটির বেশি হয়না।সব সময়তো আর সবাইকে প্রায়োরিটি দিয়ে রাখা যায় না,তাই হয়তো আজ আমি তাদের থেকে বিচ্ছিন্ন। দিনশেষে ভালো থাকুক সময়ের যাঁতাকলে পেষা ১ হাত থেকে ১০০ মাইল দূরে হারানো মানুষগুলো।

Post a Comment

0 Comments