গত বছর এক বন্ধুর সাথে দেখা আমার বাসার কাছে।দেখা যেহেতু অনেকদিন পর তাই একসাথে বসলাম কিছু সময় কাটাতে। কথায় কথায় সে বলে উঠলো কিরে বিয়ে টিয়ে করবিনা? আমিও তখন ইয়ার্কির ছলেই বলে উঠলাম, চাকরি দাও তারপর বিয়ে করছি।বলা বাহুল্য সেই সময় আমার একটা চাকরির খুব প্রয়োজন ছিলো,আর সেও একটা ভালো কোম্পানিতে সেই সময় কর্মরত ছিলো,বর্তমানেও সেইখানেই আছে।তো আমার কথার প্রেক্ষিতে সে বলে উঠলো, নিজের যোগ্যতায় চাকরি খুঁজ। সেই সময় এই কথাটা আমার মনে এতো কষ্ট দিয়েছিলো যে বলে বোঝানো যাবেনা। যাইহোক,বর্তমানে আলহামদুলিল্লাহ আমি ভালো একটি প্রতিষ্ঠানে কর্মরত। কিন্তু আজও তাকে দেখলে বা মাঝে মধ্যেই কারো চাকরি নেই কথাটা শুনলে আমার মনে পড়ে যায় তার বলা সেই কথা ("নিজের যোগ্যতায়............")
0 Comments