"টাকার দাস"

"টাকার দাস"

তারিখঃ ২৯/০৩/২৫

আপনার সন্তানকে জীবনে চলতে টাকার গুরুত্ব শেখাবেন, কিন্তু টাকাকে আপনার সন্তানের 'প্রভু' হতে শেখাবেন না। এমনটি না করলে সে মনে করবে যে, আমার কাছে প্রচুর টাকা আছে তাই আমি যা খুশি করতে পারি, ভালো খারাপ কোনো বিষয় না,আমার স্যাটিসফেকশনটাই আগে প্রায়োরিটি পাবে।

এইতো গতকালকের একটা ঘটনা বলছি, অফিস থেকে এসে আমার বাসার মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি , তো আমার বাসার বাড়ীওয়ালী পাশের ফ্ল্যাটে থাকেন। উনি এবং উনার ৬/৭ বছর বয়সী মেয়ে উনাদের বাসার সামনে দাঁড়িয়ে একটি লোকের সাথে কথা বলছেন। আমার বাসার মেইন গেট খুলে বাসায় ঢুকতে যেই সময়টুকু লাগে সেই সময়ের মধ্যে আমার বাসার বাড়ীওয়ালী যিনি উনি ঐ লোকের সাথে কথার প্রসঙ্গে বলতে লাগলেন যে, 

-আরে, আমার বাসা থেকে অমুক জায়গা আর কতো দূরে ভাই? বাসা থেকে বের হয়ে অটোতে উঠলেই তো তাড়াতাড়ি চলে যাওয়া যায়। 

তো মায়ের এই কথা বলা শেষ হতেই ঐ পিচ্চি মেয়ে হুট করে বলা শুরু করলো যে, 

- আরে আমাদের কি টাকার অভাব নাকি! যেইটায় ইচ্ছা সেইটায় যাওয়া যাবে, আমাদের তো অনেক টাকা, অটোওয়ালাকে ভাড়ার থেকে বেশি করে ৪০ টাকা দিয়ে দিলেও আমাদের কিচ্ছু হবেনা। 

মেয়ের মুখে এইসব কথা শুনে ভদ্রমহিলা শাসন তো দূরের কথা,মনে মনে বেজায় খুশীই হলেন বলে মনে হলো, উনি এমন ভাব ধরলেন যেনো উনার মেয়ে ভালো কোনো কথাই বলেছে। আর যেই লোকটিকে ঐ মেয়েটি শুনিয়ে শুনিয়ে এসব কথা বললো,উনিও লজ্জায় কোনো প্রতিউত্তর না দিয়ে  শুধুই বললেন, 

- ওহ্ হ্যাঁ তাইতো। 

বর্তমানে আমরা আসলে টাকার দাসত্ব করছি কিন্তু প্রকৃতপক্ষে উল্টো টাকার আমাদের দাসত্ব করা উচিত ছিলো। যেসব মানুষ নিজের সন্তানদেরকে টাকার দাসে পরিণত করে, সে টাকার দাসগুলোই বড় হয়ে তাদের কাছে কোনো আবদার পূরণ না পেলেই উল্টো তাদের গলার টুটি চেপে ধরে। 

আর আরেকটা সমাজে প্রচলিত কথা আপনারা তো সকলেই জানেন যে, যারা প্রকৃতপক্ষে বড়লোক তারা কখনো টাকার বড়াই করে না ,বড়াই তো করে হঠাৎ করে বড়লোক হয়ে ওঠা ফকিন্নি আর ছোটলোকেরা।

Post a Comment

0 Comments