অভিযোগ বিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারীর মতো, যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না। যদি দুটো মানুষই একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয়, আর সেইটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে, তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যে পড়েই না।
যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সে অভিযোগ করবেই, কারণে অকারণে অভিযোগ করবেই, খোঁজ নিলেও করবে, না নিলেও করবে। হ্যাঁ এটাই ভালোবাসার ধর্ম। টানহীন সম্পর্ক হচ্ছে ছাদহীন ঘরের মতো, যেখানে একে অপরের জন্য টান নেয়, মায়া নেই সেখানে সম্পর্ক কোনো মূল্য ও নেই।
ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবেই, যেখানে অভিযোগ থাকে, সেখানে ভালোবাসা ও থাকে। যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না।
তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে, তুমি ফোন না করলে যে মানুষটা হুটহাট রেগে যাই, সে তোমাকে ভালোবাসে বিধায় এমনটা করে। মানুষটা তোমার আরও কাছে যাবার আশায় অভিমান করে।
সত্য বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না, সেখানে মানুষ থাকতে চায় না, অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, মনের চাওয়া পাওয়া থেকেই মানুষ মূলত অভিযোগ করে।
ভেবে দেখো তো! আজ যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে!
যে মানুষটা কদর করে তার অভিযোগ, অভিমান, রাগ সবকিছুর সমান গুরুত্ব দাও, দেখবে কখনো তিক্ততা আসবে না দু-জনের মধ্যে।
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।
0 Comments