Go Sharpen Your Axe

 দুইজন কাঠুরে প্রতিদিন একই সময়ে সকালবেলা কাজ শুরু করে এবং একই সময়ে কাজ শেষ করে। তবে একজন কাঠুরে দুপুরবেলা এক ঘণ্টার জন্য কোথায় যেন চলে যায়। দিনের পর দিন এভাবেই চলতে থাকে।

একদিন দ্বিতীয় কাঠুরে জিজ্ঞেস করল,

"তুমি আর আমি একই সময়ে কাজ শুরু করি এবং শেষ করি। তবুও তুমি সবসময় আমার থেকে বেশি কাঠ কাটো—এটা কীভাবে সম্ভব? আর প্রতিদিন দুপুরে এক ঘণ্টার জন্য কোথায় যাও?"

প্রথম কাঠুরে মুচকি হেসে উত্তর দিল,

"আমি কুড়াল ধার দিতে যাই।"

খুব সিম্পল জবাব কিন্তু এটাই অন্যজনের মাথায় আসেনি।

এখন আপনার কুড়ালের কি অবস্থা? আপনি কতদিন ধার দেন না?

ভাই বিষয় হচ্ছে-

আপনি কতক্ষণ কাজ করছেন, সেটা গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও বেশি জরুরি হলো, আপনি আপনার কুড়াল—অর্থাৎ স্কিল—নিয়মিত ধার দিচ্ছেন কিনা। নিজের স্কিল উন্নত না করলে উন্নতির আশা করা বৃথা।

তাই, "Go Sharpen Your Axe" 🕺


Post a Comment

0 Comments