একদিন আমিও যাবো তিন মাসজিদের প্রাঙ্গণে!
.
ঠিক এই স্বপ্নটাই কচিমনের শুদ্ধ যমীনে রোপণ করে দিতে আসতে যাচ্ছে আরিফ আজাদ ভাইয়ের সুন্দর একটি কাজ “পবিত্র মাসজিদের গল্প সিরিজ”। এমন একটা যুগে বড় হচ্ছে আমাদের সন্তানরা, যখন ইসলাম তাদের সামনে হয়ে আছে কেবলই এক ছায়ার মতোন। তাই ওদের মনে ইসলামের প্রতি ভালোবাসার বীজ বুনে দিতে ইসলামের নিদর্শনগুলোর সাথে পরিচয় করিয়ে দেবার কোনো বিকল্প নেই।
.
আর এই নিদর্শনগুলোর মধ্যে মাসজিদের অবস্থানটা হচ্ছে একেবারে কেন্দ্রে। বিশেষ করে বাইতুল্লাহ, মাসজিদে নববী ও মাসজিদে আক্বসা তো আমাদের ঈমানের অংশ। তাই এগুলোর সাথে ছোট্টটি থাকতেই আমাদের সন্তানদের পরিচিত হয়ে যাওয়া এমনিতেও উচিত। তাই তাদের কোমল মনের সুন্দর স্মৃতিতে ধরে রাখার মতো করে গল্পের ঢঙে এই সিরিজটি লেখা হয়েছে। গ্লোসি আর্ট পেপারে মহিউদ্দিন রূপম ভাইয়ের অসাধারণ সব আর্টের মধ্য দিয়ে চমৎকার ঢঙে এগিয়ে গেছে তিন মাসজিদের গল্প।
.
চোখজুড়ানো ছবি আর মনভরানো গল্পে পবিত্র মাসজিদগুলোর প্রতি অকৃত্রিম ভালোবাসা জন্ম নেবে ওদের হৃদয়ে, সেইসাথে নির্মল আনন্দের খোরাক তো থাকছেই!
পবিত্র মাসজিদের গল্প সিরিজ
পবিত্র মাসজিদের গল্প সিরিজ
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সুকুন পাবলিশিং
অর্ডার করতে ক্লিক করুন: https://www.wafilife.com/?p=1121929
অর্ডার করতে ক্লিক করুন: https://www.wafilife.com/?p=1121929

0 Comments