এই বইটি আপনার স্ত্রীর চিন্তাভাবনা বদলে দিতে পারে!
পাশ্চাত্যের একজন নারীবাদী ছিলেন লরা ডয়েল। তার দুইবার ডিভোর্স হয়। দুটো সংসার করে তৃতীয় সংসারেও গিয়ে দেখেন তিনি ডিভোর্সের দ্বারপ্রান্তে।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কাউন্সেলিং করান। তখন তাকে বলা হয়- “আপনি স্বামীর আনুগত্যের চেষ্টা করুন।”
একজন নারীবাদী হিসেবে এই পরামর্শ নিতে মানতে পারেননি। তবে সংসার রক্ষার শেষ চেষ্টা হিসেবে তিনি কয়দিন পরামর্শ মেনে চলেন।
দেখতে পেলেন তার সংসার ম্যাজিকের মতো কাজ করছে।
পাশ্চাত্যের স্বাধীনচেতা, সমঅধিকার চর্চাকারী পুরুষরা পর্যন্ত চাচ্ছে তার স্ত্রী যেন তার আনুগত্য করুক।
তিনি আরো কয়দিন চেষ্টা করে বুঝতে পারলেন এই গুণটি শুধুমাত্র তারমধ্যেই মিসিং না, পাশ্চাত্যের নারীদের মধ্যে মিসিং। পাশ্চাত্যের সংসারগুলো যেসব কারণে ভেঙ্গে যাচ্ছে, এটা তারমধ্যে অন্যতম।
তিনি শুরু করলেন কাউন্সেলিং। যেসব সংসার ভাঙ্গতে বসেছে, সেসব সংসারের নারীদেরকে নিজের গল্প শেয়ার করলেন, পরামর্শ দিলেন স্বামীর আনুগত্য করার।
যেকোনো স্বামীকে যদি জিজ্ঞেস করেন, “আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কী প্রত্যাশা করেন?”
বেশিরভাগ স্বামী জবাব দিবে- “আনুগত্য।”
একজন স্বামী বাই-নেচার চায় আনুগত্যশীল স্ত্রী।
ইসলামে একজন স্ত্রীর বৈশিষ্ট্য যেমন হওয়া উচিত আলোচনা করেছে, তারমধ্যে অন্যতম গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে- অনুগত স্ত্রী।
যে পরিবারে স্ত্রী যতো অনুগত এবং স্বামী যতো দায়িত্বশীল, সেই পরিবার যেন দুনিয়ার বুকে জান্নাত!
একদিকে স্বামী দায়িত্বশীল অন্যদিকে স্ত্রী আনুগত্যশীল তখনই হবে, যখন তারা ইসলাম মেনে চলবে। ইসলামে স্বামী-স্ত্রীর দায়িত্ব-কর্তব্যের আলোচনায় এই দুটো গুণকে প্রাধান্য দেয়া হয়েছে।
মুসলিম স্বামী-স্ত্রী সুখের সংসার গড়তে গিয়ে বাকি সবকিছু করে, অথচ এই দুটো গুণকে তারা গুরুত্ব দেয় না।
লরা ডয়েল একজন নারী হিসেবে, একজন নারীবাদী হিসেবে এই গুণটি আবিষ্কার করেন এবং সেটা প্রচার করছেন।
নারীরা চায় না আনুগত্য করতে। কিন্তু, কেনো এবং কীভাবে তার আনুগত্য করা উচিত সেটা লরা ডয়েল তার বইয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এই বই একজন নারীর চিন্তা বদলে দিতে পারে।
বিশেষত পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা এবং পাশ্চাত্য সংস্কৃতির ঢেউ লাগার কারণে নারীদের মধ্যে যে মানসিকতা তৈরি হয়েছে, সেটা দূর করতে বইটি সহায়ক।
অনেকেই স্ত্রীকে গিফট দেবার জন্য বই খুঁজেন।
এই বইটি আপনার স্ত্রীকে গিফট দিলে, স্ত্রী যদি বইটি পড়লে, আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে মূল্যবান গিফট দিবে- আনুগত্য।
সারেন্ডার্ড ওয়াইফ
লেখক : লরা ডয়েল
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
অর্ডার করতে ভিজিট করুন: https://www.wafilife.com/?p=525629

0 Comments