'টাইম ট্র্যাভেল'

 


'টাইম ট্র্যাভেল' শব্দটির সাথে যারা পরিচিত, তাদের অনেকসময় ইচ্ছে জাগে- “ইশ! যদি আজ থেকে হাজার বছর পূর্বে চলে যেতে পারতাম!”
.
কিন্তু, বাস্তবতা হলো আমরা চাইলেও অতীতে ফিরে যেতে পারবো না, ভবিষ্যতেও চলে যেতে পারবো না।
.
বর্তমানে বসবাস করেই অতীতকে জানতে হবে, ভবিষ্যতের জন্য প্ল্যান করতে হবে।
.
কিন্তু, প্রায় ১০০০ বছর আগের পৃথিবী কেমন ছিলো, সেখানে মানুষজন কীভাবে বসবাস করতো, কীভাবে যাতায়াত করতো, কেমন ছিলো তাদের সংস্কৃতি এগুলো আপনি জানতে পারবেন সেই সময়ের পর্যটকের লেখা পড়ে।
.
সেই সময় যারা পৃথিবী ‘ট্র্যাভেল’ করেছে, তাদের সাথে পাঠক হিসেবে আপনিও সেই সময়টা ট্র্যাভেল করতে পারেন।
.
পৃথিবীর ইতিহাসে বিখ্যাত পর্যটক হলেন ইবনে বতুতা। বলা হয়ে থাকে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি জায়গা পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি।
.
তিনি শুধু ভ্রমণ করেননি, বরং তাঁর দেখা পৃথিবী কেমন ছিলো সেটা লিপিবদ্ধ করেছেন।
.
তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনী পৃথিবীর নানান ভাষায় প্রকাশিত হয়েছে, ইবনে বতুতার চোখে লক্ষ-লক্ষ পাঠক ইতোমধ্যে মধ্যযুগ ভ্রমণ করেছে।
.
আপনিও চাইলে বিশ্ববিখ্যাত পর্যটকের ‘সফরসঙ্গী’ হতে পারেন।
.
ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে ইবনে বতুতার সফরনামা ‘ট্র্যাভেলস অব ইবনে বতুতা’।

ট্রাভেলস অব ইবনে বতুতা
লেখক : ইফতেখার আমিন, এইচ. এ. আর. গিব
প্রকাশনী : ঐতিহ্য
লিংক: https://www.wafilife.com/?p=31764

Post a Comment

0 Comments