'ইশক'



আরবী ফিলোসফি অনুযায়ী ভালোবাসার সাতটি ধাপের তৃতীয় ধাপ হলো 'ইশক'।

এই ইশক কে তুলনা করা হয় সুগন্ধীর সাথে।
ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়ে কোন একটা সুগন্ধী এক সেকেন্ডের জন্য ভালো লেগে গেলো। এবার আপনি ওই সুগন্ধী আসলে কী বা কেমন সেটার বর্ণনা দেবেন কিভাবে? এটা প্রায় অসম্ভব।
আবার দশ বছর পরে যদি ওই একই ঘ্রাণ আবার কোথাও পান, আপনার সাথে সাথে পুরো স্মৃতি প্যাকেজ আকারে মনে পড়ে যাবে।
খেয়াল করুন, আপনার ওই সুগন্ধি ভালো লাগার জন্য আপনি কিন্তু কোন রূপ বা শেইপের মুখাপেক্ষী ছিলেন না। সুগন্ধের আবার আকার কী? অথচ ভালো লেগেছে।
অর্থাৎ, সত্যিকারের ইশক রুপ বা আকৃতির মুহতাজ নয়।
অমুসলিমদের জন্য এটা রিয়েলাইজ করা অনেক কঠিন, প্রায় অসম্ভব। শত শত বছর আগে গত হওয়া একজন মানুষকে কিভাবে কেউ এত ভালোবাসতে পারে? তার অসম্মানে এখনো রক্ত ঝরাতে পারে?
এর উত্তর ওই ইশকের মধ্যে।
- আহমাদ খান

Post a Comment

0 Comments