"বই রিভিউ"

রিভিউ বা পাঠপ্রতিক্রিয়া হলো বইটা পড়ে কেমন লেগেছে, অনুদিত বই হলে অনুবাদের মান কেমন হয়েছে তা জানানো। সাথে সম্পাদনা কেমন হলো তাও বলা উচিত। 

বইটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করা। বইয়ের যে দিকগুলো পছন্দ হয়নি তা জানানো। ভালো করার উপায়গুলো অবগত করা। 

বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কাগজের মান, ছাপা, বাঁধাই কেমন হলো তা বলা।

রিভিউ লেখার শুরুতে পুরো বইটি ভালোমতো বুঝে পড়ে নিন। গুরুত্বপূর্ণ দিকগুলো মার্কার বা ছবি তুলে নোট করুন। ফ্রী সময়ে বইটি সাথে রেখে ধীরে ধীরে রিভিউ সাজিয়ে গুছিয়ে লিখতে থাকুন। পারতপক্ষে মোটামুটি লেভেলের একটা ছবি তুলে নিবেন। জাজাকাল্লাহ খাইরান।

মুহাম্মদ আশরাফুল

Post a Comment

0 Comments