দোস্ত কি করস আজকাল?
উত্তরঃ বেকার (সাথে একটা দীর্ঘশ্বাস)
অথচ সারাদিন মোবাইলে পড়ে থাকে। ৪-৫ বন্ধু মিলে মোবাইলে লুডু খেলে। মুভি নিয়ে মাতামাতি। ভিডিও গেমস নিয়ে গসিপ। বিশ্ব রাজনীতি যাদের নখদর্পনে। অথচ বাপ মা'র থেকে পকেট খরচের নাম করে টাকা নিয়ে বিড়ি খায় (অপদার্থ)
তাদের যদি বলি একটা স্কিল ডেভেলপ কর। ইউটিউবে হাজার হাজার প্লেলিষ্ট আছে। ভিডিও দেখ। কত টাকাই তো এদিক সেদিক নষ্ট করস কষ্ট করে একটা ল্যাপটপ কিনে ফেল। বাকি ইনসট্রাকশন আমি দিচ্ছি।
বিরক্তি ভাব নিয়ে একটা হলিউড বিড়ি জ্বালায়। এই দেশে থেকে কিছু হবেনা, ভাগ্যে নাই আমার এসব বলে নিজের ভেতর নেগেটিভিটির সাগর নিয়ে হতাশ হয়। অথচ গ্রাম থেকে শহরে আসবেনা। গ্রামের পরিচিত মানুষ, গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে যাবে, ইলেকশন সামনে, দেখি কি করা যায় এই টাইপের এড়িয়ে যাওয়া বাহানা।
অথচ উন্নত দেশে কি হয়? ছোট থেকেই বাস্তবধর্মী ও স্কিল ম্যানেজমেন্ট এর উপর নিজেকে দক্ষ করে গড়ে উঠে জনসম্পদ। জ্ঞ্যান আর বুদ্ধিমত্তায় বিশ্ব শাসন করে তারা আর আমরা হই শাসিত, পীড়িত।
খুব কমন একটা ব্যাপার আমাদের দেশেঃ ম্যাক্সিমাম পোলাপান পড়াশোনা বাদ দিয়ে বাবা মার সম্পদ, গহনা বেঁচে বিদেশ যায় কামলা খাটতে। দুই তিন বছর পর দেশে এসে বিয়ে করে আবার যায় বিদেশ। সারাটা জীবন কষ্ট করে শেষে একটা বাড়ি বানায়।
পরে শেষ বয়সে এসে হয়তো মুদি দোকান দেয় নয়তো জমি চাষ করে আর সারাটাদিন আফসোস, চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা। ফ্যামিলি পলিটিক্সে জর্জরিত হয়ে, সারা জীবন কাদের জন্য কষ্ট করলাম এটা ভাবতে ভাবতে ঘুম নষ্ট করে করেই কাটে বাকী জীবন।
ফলাফলঃ সমাজ সংস্কার তো দূরের কথা, আবর্জনা রূপে নিজেরাই সংস্কারিত হতে থাকে পদে পদে।
Naem Azam Chowdhury
Security Researcher, China
0 Comments