আপনি যত বেশি প্রত্যাশা করবেন তত বেশি আপনার অশান্তি লাগবে।
তা পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিবে । শয়তান এটাই চায়। সে চায় আপনার নফস দুনিয়ার উঁচু উঁচু আকাঙ্ক্ষার মধ্যে ডুবে থাকুক।
এই চাওয়া পাওয়ার লাগাম যত শক্ত ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ,তত মনের বোঝা হালকা হবে।
কোনো বিষয়েই অত পেরেশানি লাগবে না।
যদি খুব বেশি স্বপ্নই দেখতে হয় তবে আখেরাতের স্বপ্নে নিজেকে ব্যস্ত রাখুন। আর চিন্তা করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত বিষয়। কারণ ঐটা হলো চিরস্থায়ী।
ওখানের প্রাপ্তিই হলো আসল।
কোনো কিছু দুই চোখ দিয়ে ভালো লাগলেই নিজের করে পাইতে হবে এমন চিন্তাই আপনাকে সেল্ফিস বানিয়ে দেয় , কষ্ট বাড়িয়ে দেয়। দুনিয়ার বিষয়ে মুমিনদের অত প্রত্যাশা ভালো না। বরং এটা অনেক বেশি আফসোস আর মুসিবতের।
যে মুসাফির অবস্থায় আছে তার অল্প সময়ের বিশ্রামের জন্য কেন এত বেশি আয়োজন করতে হবে !?
কিছুক্ষণ পরেই তো গন্তব্যের দিকে ছুটতে হবে আর সব কিছুই পেছনে পড়ে থাকবে।
তাই নয় কি !?
Collected.
Collected.
0 Comments