‘ঈদের সময়, পকেট খালি। আল্লাহ! এত সহজেই নিস্তার মিলে গেলো’?



দুজনে মিলে গল্প করছে। বিবি হঠাৎ মনে গেছে ভঙ্গিতে বলে উঠল,

-বান্ধবীর বিয়েতে কী উপহার দেয়া যায়, বলো তো?
-তুমি কি চাও, তোমার বান্ধবী বিয়ের আসরে সবচেয়ে সুন্দরী হয়ে থাকুক?
-আবশ্যই চাই, সেজন্যই তোমার কাছে জানতে চাইলাম, তাকে কী দেয়া যায়?
-উমম, সবচেয়ে ভালো হয়, তুমি বিয়েতে না গেলে।
-কী বলছ তুমি?
-তুমি গেলে তার সৌন্দর্য ম্লান হয়ে যাবে।
-যাহ! মিথ্যে কথা!
বিবি খুশিতে ডগমগ হয়ে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মুখে সেই যে মুচকি হাসি ফুটেছে, আর ছাড়াছাড়ি নেই। ওদিকে মিয়ার মুখেও মিচকে হাসি। পা নাচাতে নাচাতে বাসি পত্রিকা পড়ছে আর ভাবছে,
‘ঈদের সময়, পকেট খালি। আল্লাহ! এত সহজেই নিস্তার মিলে গেলো’?

~শায়েখ আতীক উল্লাহ্

Post a Comment

0 Comments