"বন্ধুত্ব বড় নাকি অর্থ বড়?"

বন্ধুত্ব বড় নাকি অর্থ বড়?
১.
এক বন্ধুর বিকাশ নাম্বার ব্যবহার করেছিলাম একটা কাজে, যেখানে ২৮৫০ টাকা এসেছিল।
টাকাটা আসার পর তাকে জানানোর সাথে সাথে আমাকে ২ হাজার টাকা দিয়ে বলে আর গুলো আমার লাগবে।
তাকে বললাম "এগুলো সব হিসেবের টাকা তুর লাগলে পরে নিস" সে উত্তর দিলো " এগুলো আমার বিকাশে এসেছে বলে সব আমার টাকা" আমি চাইলে যে কারো নাম্বার দিলেই সেই নাম্বারে টাকাটা পাঠাতো অথচ সেটা নাকি তার, তাই আমি আবার ২০০০ টাকা তাকে পাঠিয়ে ক্ষমা চেয়ে নিলাম। সব টাকায় যেহেতু তার তাকেই সব টাকা দিয়ে দিলাম।
সে চাইলেই আমার থেকে ৫০০-১০০০ টাকা যে কোন সময় নিতে পারতো কিন্তু এটা হিসাবের টাকা বলার পরেও সে...
ঠিক এর ২ দিন পর ছোট একটা কাজের জন্য এক ভদ্রলোক ৫ হাজার টাকা দিয়েছে যা উনার সাথে কথা হয়েছে ২ হাজার টাকায়, আর তিন হাজার উনি আমার কাজে সন্তুষ্ট হয়ে দিয়েছেন। 
আল্লাহ কার রিজিক কোথায় রেখেছে একমাত্র আল্লাহ জানে।

২.
আরেকটা কাজে আরেকটা বন্ধুর বিকাশ নাম্বার ব্যবহার করেছিলাম যেখানে ৬ হাজার টাকা ঢুকেছে, জিজ্ঞেস করে জানতে পারি তার ঢুকেনি, পরে স্টেটমেন্ট এর স্কিনশট দিতে বললে সেই টাইমটার আগে পরের সব স্টেটমেন্ট দিলেও সেই টাইম টার দিচ্ছিলো না, খুব কাছের বন্ধু বলে ফোর্সও করতে পারছিলাম না, যে পাঠিয়েছে বলছে সে স্টেটমেন্ট ও ১০০% সিউর হয়ে আমার সাথে চ্যালেঞ্জ করলো।
আমি সেই বন্ধুর বিকাশ স্টেটমেন্ট বের করে দেখি সেই টাইম ৬ হাজার টাকা ঢুকেছে, তাকে কয়েকবার বলার পরেও অস্বীকার করে।
আমি মুখের উপর কিছুই বলতে পারিনি।
কিন্তু ঠিকিই তার দুইদিন পর একজন ক্লাইন্টের কাজ করে যা থেকে ১০ হাজার টাকা আমার প্রফিট থাকে। তখনই ভাবলাম এই টাকাটা না আসলে কি হতো?

* আজ এই রাতে হঠাৎ এই দুটি বিষয় মনে পড়লো!

অথচ গত মাসেই সব মিলিয়ে প্রায় ১৮০০০ টাকার মত অসহায় মানুষকে উপহার(দান)দেয়ার সুযোগ হয়েছে এবং ২ টি প্রজেক্ট এর জন্য প্রায় ৪০ হাজার টাকা ২ জন অসহায়কে দেয়ার সুযোগ হয় যার পুরোটা দিয়েছেন আমার ফেসবুক বন্ধু ও কাছের মানুষরা।

সৃষ্টি কর্তা আমাকে সুস্থ রেখে ইনকাম করার সুযোগ দিয়েছে বলেই আমি কিছু মানুষের সেবায় নিয়েজিত হতে পারছি।
৬০০০ টাকা ও ২৮৫০ টাকা মন থেকে আজকের রাতে দান হিসেবে দিয়ে দিলাম।

আল্লাহ তাদের আরও বড় করুক, রহমত করুক।আমিন

© Ridwan Hridoy



Post a Comment

0 Comments