"মধ্যবিত্ত"

হ্যাঁ একজন মধ্যেবিত্ত ঘরের ছেলে বলছি,ঘরে গিয়ে যখন বলি মা খেতে দাও তখন শুধু খাবার নয় বাবা-মায়ের প্রচুর খোঁটাও আমাদের খেতে হয়। যখন বলি বাবা এটা কিনে দাও বাবা বলে নিজে ইনকাম করে কিনো। এতবড় হয়েছ এখনো বাবার ঘাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না এটাও শুনতে হয়। পড়াশোনা শেষ করে যখন ঘুষ দিতে পারি না বলে চাকরি হয় না তখন পরিবার,সমাজের কটু কথাও শুনতে হয়। প্রিয় মানুষটিকে যখন নিজের করে নিতে চাই তখন মেয়ের বাবার সহ্য না করার মতো কথাও চুপচাপ শুনতে হয়। চাকরি পেতে পেতে প্রিয় মানুষটাকে হারাতে হয়। এত চিন্তা এত হতাশা নিয়ে রাতে ঘুম আসবে কেমন করে ? বেকারদের সবকিছুতে দোষ। ঘরের বড় ছেলে হলে তো কথাই নেই। এমন পরিস্থিতিতে বাঁচার এইটুকু আগ্রহ থাকে না তবুও বাঁচি হ্যাঁ আমি একজন মধ্যেবিত্ত ঘরের সন্তান বলছি 🙂💔

মুভিঃ Mere desh ki dharti 🎬



Post a Comment

0 Comments