এক বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, রিজিক নিয়ে ভাবনা এলে আপনি কী করেন?
বৃদ্ধ : আজ অবধি আমি শুনিনি গভীর সমুদ্রে বাস করা কোনো নীল তিমি খাদ্যাভাবে মারা গিয়েছে। সুতরাং যখনই রিজিক নিয়ে আমার হৃদয়ে ভাবনার উদ্রেক হয়, তখনই আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে, সমুদ্রের অত বড় দানবের পেট যিনি ভরাতে পারেন, আমার মতো ক্ষুদ্র একটি মানুষের পেট ভরাতে তার আর কী এমন অসুবিধা!
0 Comments