"দাড়ি"

এক দাড়িওয়ালা লোক তার ছেলেকে নিয়ে বাইরে বের হলেন। হঠাৎ তার ছোট্ট ছেলে কান্নাকাটি শুরু করলো। বাবা অনেক চেষ্টা করেও ছেলের কান্না থামাতে পারলেন না।
একজন ক্লিন সেভ লোক এসে বাচ্চার কান্না থামাতে চেষ্টা করলো। বাচ্চাকে কোলে নিলে সে কান্না বন্ধ করে দেয়।
এটা দেখে ক্লিন সেভ লোকটি বললো, "দেখেন, আপনারা দাড়ি রাখেন দেখে আপনার বাচ্চা পর্যন্ত আপনাকে ভয় পায়৷ কেনো যে আপনারা দাড়ি রাখেন বুঝি না। এই দেখুন, আমি দাড়ি রাখিনি দেখে বাচ্চাটা কী সুন্দর আমার সাথে মিশে গেলো।"
বাবা বুঝতে পারলেন তার দাড়ি রাখা নিয়ে লোকোটি খোঁচা মেরেছে।
তিনি বললেন, "আসলে তা না। আপনি দাড়ি রাখেননি দেখেই আমার ছেলে শান্ত হয়নি। আপনার মুখে দাড়ি না থাকায় আমার ছেলে আপনাকে তার মা মনে করেছে। কারণ, তার মায়ের মুখেও দাড়ি নাই! এজন্য সে শান্ত হয়েছে।"

- অজ্ঞাত



Post a Comment

0 Comments