একবার প্রখ্যাত সাহাবী খালিদ ইবনু ওয়ালিদ
(রাদ্বি.)-কে এক লোক গালি দিয়েছিল। কিন্তু লোকটার গালির জবাবে গালি না দিয়ে তিনি
বলেন, 'আমলনামা তোমার, কাজেই তুমি যা দিয়ে ইচ্ছে পূর্ণ করতে
পারো।'
.
আরেকটু পেছনে ফেরা যাক। দোজাহানের সর্দার নবিজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাতে। তায়েফবাসীর কাছে তিনি যখন তাওহীদের
দাওয়াত নিয়ে গেলেন, তারা তাঁকে পাথর মেরে রক্তাক্ত করে দেয়। সেই
রক্তে তার দেহ মুবারক রঞ্জিত হয়ে গিয়েছিল, রক্ত জমাট বেঁধে জুতার সাথে তার পা
মুবারক আটকে গিয়েছিল। তিনি ক্লান্ত হয়ে একটি
গাছের ছায়ায় বসে পড়েন।
.
জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে
নবিজির খেদমতে উপস্থিত হন। তিনি তাঁর কাছে আবেদন করেন, তিনি যদি চান
তাহলে তায়েফের দুপাশের পাহাড় দিয়ে এ নরাধমগুলোকে শেষ করে দেওয়া হবে।
.
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর
রক্ত ও জখমের দিকে ভূক্ষেপ না করে জিবরিল আমিনকে বললেন, 'আল্লাহ তাআলা
একদিন এদের মধ্যে থেকে তাওহীদে বিশ্বাসী প্রজন্ম তৈরি করবেন।' [সহীহ
বুখারী, ৩২৩১]
.
এখানে আমাদের জন্য একটি শিক্ষা আছে। ঝগড়া করার
সময় কীভাবে প্রতিপক্ষকে শক্তিশালী জবাব দিয়ে ঘায়েল করা যায়, তা না ভেবে;
বরং
কীভাবে সুন্দর জবাবের মাধ্যমে তাকে বোঝানো যায়, তার চেষ্টা করা
উচিত আমাদের। বিবাদে জেতার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো, মানুষের হৃদয় জয়
করা।
.
নতুন বই 'গল্প নয়,
একমুঠো
আলো' এর পৃঃ ১০০-১০১ অবলম্বনে
0 Comments