"টাকা উপার্জন"


আমার অফিসের সামনে ফুটপাতের চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম মাসে কত ইনকাম হয়। কনফিডেন্সের সহিত উত্তর দিল এখন ব্যবসা একটু খারাপ তাই মাসশেষে ৬০-৭০ হাজার টাকা থাকে। ওদিকে ফুডআপ্পি চুটকিতেই মাসে দশ লাখ কামাচ্ছে। রড সিমেন্টের ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে সিগনেচার করতে না পারা লোকজন।

এসব দেখে, কঠোর প্রতিযোগিতার পার করে ২২০০০ টাকা স্কেলে সরকারি চাকরি পাওয়া কিংবা বুয়েট মেডিকেল থেকে পাশ করে দীর্ঘ অর্থনৈতিক মন্দায় সময় পার করাটা হতাশাজনক মনে হতেই পারে।

এমন বাস্তবতায় শুধু বাংলাদেশকে দোষারোপ করে লাভ নেই, ঘটনা সবদেশে একই। নিউইয়র্কে ফুলটাইম উবার চালালে আইভি লীগ থেকে মাস্টার্স পাশ গ্র‍্যাজুয়েটের চেয়েও বেশি ইনকাম করতে পারবেন। ডিভি লটারিতে আমেরিকা এসে সুপার শপের ব্যবসা দাড় করায়ে একটি পিএইচডি ও দুটো পোস্টডক করা লোকদের চেয়ে অনেকগুন বেশি টাকা কামাতে পারবেন।

পড়ালেখা ও উচ্চশিক্ষা উপার্জনের সমানুপাতিক নয়। কারো লক্ষ্য যদি শুধু টাকা উপার্জনই হয় তাহলে বলব পড়ালেখা কোন জরুরি বিষয় নয় বরং খুব আর্লি প্ল্যান করে অন্য কোন কিছু করার ট্রাই করুন। পড়ালেখাকে প্রায়োরিটি লিস্ট থেকে বাদ দিন কিংবা শেষের দিকে রাখুন। অঢেল টাকা উপার্জনের চিন্তা মাথায় রেখে শিক্ষা অর্জন করতে গেলে শুধু হতাশাই আসবে।

-রাশেদুল ইসলাম

Post a Comment

0 Comments