"টাকা পয়সা"


আমার বন্ধু মাহফুজ বলতো, এতটুকু টাকা পয়সা যেন হয়, গরীব লোকেরা টুকটাক ঠকালে যেন সয়ে নিতে পারি। এই সবজিওয়ালা বা রিকশাওয়ালা, এরা বেশি নিলে যেন দিতে পারি অনায়াসে। মিথ্যে গল্প ফেঁদে টাকা চাওয়া বৃদ্ধকে যেন না ফিরিয়ে দিই, মনে রাখতে যেন পারি কত বিপদে পড়লে এইরকম বৃদ্ধকেও সন্ধ্যে রাতে মিথ্যে গল্প বানিয়ে লোক ঠকাতে হয়৷ যেন এতটুকু টাকা পয়সা হয়, নির্দ্বিধায় বোকার মতো ঠকে যেতে পারি। একদিন হালকা চালে বলেছিল এইসব কথা। আমার মাঝে মাঝেই মনে পড়ে। আসলেই, বারবার ঠকতে পারার জন্যে উপযুক্ত হতে হয়।

© সংগৃহীত

Post a Comment

0 Comments