আপনার ভেতরে কি আছে, চা নাকি কফি!

 আপনি একটা কফির কাপ হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। উটকো একটা লোক এসে ধাক্কা দিল। কাপ থেকে কফি ছলকে পড়ল।

বলেন তো, কফি কেন ছলকে পড়ল?

সহজ কথায়, এর উত্তর হলো লোকটা ধাক্কা দিয়েছে বলেই কফি ছলকে পড়েছে। কিন্তু মুচকি হেসে কেউ বলবে, "না, কাপে কফি ছিল বলেই কফি ছলকে পড়েছে। চা থাকলে চা পড়ত, তেল থাকলে তেল!"

এটাকে আপনার জোকস্ মনে হতে পারে। হো হো করে হেসেও উঠতে পারেন। কিন্তু এটা একটা জীবনচিন্তা আসলে।

আপনি নিজেকে ওই কাপটা হিসেবে ভাবতে পারেন। আপনার আমার কাপ ভর্তি আমাদের চরিত্র, আমাদের আসল স্বভাব। আমরা বিভিন্ন আমলে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে ঘুরি। কোথাও আমরা অতি সুশীল, কোথাও বিপ্লবী, কোথাও বিনয়ী, কোথাও উগ্র।

কিন্তু যেদিন উটকো ধাক্কাটা লাগে, সেদিন আসল কফি (চরিত্র) ছলকে বেরিয়ে আসে। 

হঠাৎ চৌকাঠে টক্কর খেলে ঠিক মুখ থেকে বেরিয়ে আসে, "ধুর ....!"

গুঁতো খেলে প্রমিত সুশীল চেহারাটা ধরে রাখা যায় না আর। তখন বোঝা যায়, আপনার ভেতরে কি আছে, চা নাকি কফি!


Post a Comment

0 Comments