আমার বউ সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ার সকল প্লাটফর্মে তার ফলোয়ারের সংখ্যা অনেক বেশি। সে আমাকে বিভিন্ন সময়ে তার সোশ্যাল মিডিয়াতে এমনভাবে উপস্থাপন করে যেন সবাই দেখে বুঝে আমরা পৃথিবীর মাঝে সবথেকে ভালো কাপল আমাদের মাঝে কোন কষ্ট নেই আমাদের মাঝে কোন ভুল বোঝাবুঝি নেই মানুষের আইডল আমরা....!!!
সোশ্যাল মিডিয়ায় এসে একজন আদর্শিক নারী হলেও স্ত্রী হিসেবে সে একজন যোগ্য আদর্শবান স্ত্রী আমার কাছে হতে পারেনি, একজন মানুষের অনেকগুলো চরিত্র দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, একজন স্ত্রী হিসেবে সংসারে যতটুকু দায়িত্ব পালন করা দরকার তার 1% দায়িত্বশীল পালন করতে পারে না অথচ মানুষকে দেখায় সে প্রচন্ড পরিমাণ দায়িত্বশীল একজন স্ত্রী। আমাকে একজন স্বামী তো দূরের কথা একজন সাধারণ মানুষ হিসেবে যতটা মূল্যায়ন করা প্রয়োজন তার কিছুই সে করে না, আমার পরিবারের মানুষজনের প্রতি তার দুর্ব্যবহার আমার পরিবারের সমস্ত মানুষজনের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে ফেলেছে।।
সে রাতে আমার সাথে ঘুমায় না আলাদা ঘুমায়, সংসারের কোন দায়িত্বের মাঝে সে নেই নামে মাত্র একটা সংসার করে যাচ্ছি আমরা, বন্ধুবান্ধব প্রতিবেশী কাউকেই আমি আমার কষ্টের কথা বলতে পারি না, কারণে অকারনে আমার সাথে দুর্ব্যবহার আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে। তুমি চাইলে আমি তার সাথে তোর ব্যবহার করতে পারি কিন্তু সেই শিক্ষা আমি আমার পরিবারের কাছ থেকে পায়নি।।
সোশ্যাল মিডিয়ায় স্বপ্নময় সুন্দর কাপলের খোলস ছেড়ে বের হয়ে বাস্তবে চলে আসতে খুব ইচ্ছা হচ্ছে, যে নারী স্বামীকে মাত্র একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সে স্ত্রীর সাথে সংসার করা আসলেই সম্ভব না।।
যতই দিন যাচ্ছে ততই আমাদের মাঝে দূরত্ব বেড়েই চলছে নামে মাত্র একটা সংসার করছি এর বাইরে আমাদের মাঝে আর কোন সম্পর্ক নেই।।
এই সম্পর্ক থেকে আমি বের হতে চাচ্ছি, তিন বছর সময় দিয়েছি বারবার মনে হয়েছে সে হয়তো ঠিক হবে কিন্তু তার উল্টাটা হচ্ছে সবদিক থেকে, এই সম্পর্ক থেকে একবারে বের হতে চাচ্ছি এটা কি আমার ঠিক হবে নাকি ভুল সিদ্ধান্ত ??
( ইনবক্স থেকে)
0 Comments