বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দুটো হাঁড়িপাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় মোটেই। বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল। একসাথে এক হয়ে সুখে দুঃখে চিরদিন পথচলার অঙ্গিকার করা। সবার মতো জ্ঞান না দিয়ে সঙ্গ দেয়া। দোষ না দিয়ে সান্ত্বনা দেয়া।
বিশ্বাস করুন, আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি, কত ভরি গয়না দিতে পারছেন, তার চাইতেও বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারেন বা তার সাথে কতটা সময় কাটাতে পারবেন। কীভাবে তাকে আগলে রাখবেন সবকিছুর মাঝেও।
স্ত্রী হিসেবে আপনিও বা কতটা যোগ্য কিংবা কতটা নজরকাঁড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে, আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক হবেন। কতটা খেয়াল রাখতে পারবেন তার, সেসব বিষয়গুলো। কীভাবে তার নিরাপদ দুঃখ বলার মানুষ হবেন।
এ-শহরে ভাতের অভাব বা রূপের অভাবের চেয়ে কয়েকগুণ বেশি সংসার ভাঙে, আন্তরিকতা আর ভালোবাসার অভাবে। ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেয়া গেলেও, ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয়। এটা সম্পর্কে দেয়াই লাগে, নাহলে সম্পর্ক হয় না।
দিনশেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দু'জনকে ছাড় দিতে হয়, দুইজনেরই দু'জনের প্রতি আন্তরিক থাকতে হয়। ভালোবাসা, ভালো-লাগাটুকু একতরফা চললেও, সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয়।
নাহলে সম্পর্কও টেকে না, সুখেরও দেখা মেলে না।
বিয়ে হচ্ছে পবিত্র একটা সম্পর্ক। স্বামী নামক মানুষটা সবচে অসাধারণ বন্ধু আর স্ত্রী নামক মানুষটা চিরস্থায়ী প্রেমিকা। যদি একবার এ-সম্পর্কে ভালোবাসা মেশানো যায় তবে জীবনে বসন্তের মতোই রঙ লাগে। আর সত্যি হচ্ছে, মনের মতো কাউকে পাওয়াটা ভাগ্য আর মনের মতো কাউকে বানিয়ে নেওয়ার নাম ভালোবাসা।
.
-রুসমিতা বিনতে মেহেদী
0 Comments