পৃথিবীতে যেকোনো রিলেশনশিপ ভালোভাবে মেইনটেইন করতে এফোর্টের সাথে সাথে টাকাটাও লাগে

পৃথিবীতে যেকোনো রিলেশনশিপ ভালোভাবে মেইনটেইন করতে এফোর্টের সাথে সাথে টাকাটাও লাগে। শুধু এফোর্ট দিয়ে রিলেশনশিপ টিকিয়ে রাখা যায় না, মানি ইজ আ মাস্ট। ইন ফ্যাক্ট, টাকা এতটাই ইফেক্টিভ যে, টাকা থাকলে আপনি এফোর্টের অভাবকে কম্পেনসেট করতে পারবেন। 

বাবা এবং সন্তানের সম্পর্কের দিকে তাকান। কোনো পিতা মুখে যতই বাবা, সোনা, তুই আমার আদরের ধন জাতীয় কথাবার্তা বলুক না কেন, যতই তার ভালোমন্দের দিকে খেয়াল রাখুক না কেন, সময়মতো বেসিক নিড ফিলাপ করতে না পারলে সেই বাবা হবে সন্তানের চোখে ভিলেন। একটা অযোগ্য ভিলেন, যার অর্থাভাবের কারণে সন্তানের জীবন কাটবে টানাপোড়েনে। 

এদিকে অনেক বাবা আছেন, সন্তানের সাথে দেখাই হয় সপ্তাহে দুই তিনবার। কিন্তু সন্তানকে তিনি দামী স্কুল কলেজে পড়াচ্ছেন, জন্মদিনে গাড়ি গিফট করছেন, বিদেশে ট্যুর দেয়ার টাকা দিচ্ছেন, সেই সন্তানকে জিজ্ঞেস করলে সে অত্যন্ত উৎসাহের সাথে বলবে, "আমার বাবা সেরা বাবা। হি ইজ দ্যা বেস্ট!!" 

স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে তাকান। একজন দরিদ্র স্বামী মুখে ফ্রি ফ্রি ভালোবাসার কথা বলে শুঁটকির ভর্তা দিয়ে ভাত খাইয়ে স্ত্রীকে যতটা সুখী রাখতে পারবেন, একজন ধনী স্বামী তার স্ত্রীকে জন্মদিনে সুইজারল্যান্ডে ঘুরতে নিয়ে গিয়ে তারচেয়ে অনেক অনেক অনেক বেশী সুখী করতে পারবেন। দরিদ্র স্বামী গরমের সময় স্ত্রীকে রাখেন ফ্যানের নীচে, আর ধনী স্বামী রাখেন এসিতে। দুইটার আরাম এবং সুখে আকাশ পাতাল তফাৎ।

প্রেমের সম্পর্কের দিকে তাকান। গরীব বয়ফ্রেন্ড চব্বিশ ঘন্টা এভেইলেবল থেকে মিষ্টি মিষ্টি কথা বলে ফুচকা খাইয়ে এফোর্ট দিয়ে যেই সুখ দিতে পারে, ধনী বয়ফ্রেন্ড মাসে স্রেফ দুইবার দেখা করে দামী দামী গিফট দিয়ে, স্টেক খাইয়ে, লং ড্রাইভে নিয়ে তারচেয়ে অনেক বেশী ডোপামিন দিতে পারে। 

নিজেকে দিয়ে আরেকটা জরিপ করেন। বাবা মায়ের বাইরে আপনার আত্মীয়দের মধ্যে কে আপনার সবচেয়ে বেশী প্রিয়?? সেই মামাটা, যিনি আপনার জন্য ইউএস থেকে আইফোন বা ম্যাকবুক পাঠান। কিংবা সেই চাচাটা, যিনি দেখা হলেই আপনাকে দামী কিছু না কিছু কিনে দেন। 

আপনি একটা মানুষকে কতটা পছন্দ করেন, সেটা বুঝা যায় তাকে দেয়া আপনার গিফটটা কত দামী, সেটা দেখে। পকেটে টাকা না থাকলে পছন্দের মানুষটার জন্য মন খুলে খরচ করে গিফট কিনা সম্ভব?? তাকে ভালো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব?? একটা কোয়ালিটি টাইম দেয়া সম্ভব?? 

টাকা জীবনকে করে এফোর্টলেস, আনে মোবিলিটি। যার কাছে টাকা যত বেশী, তার জীবনে বাঁধা তত কম, তার লাইফ তত স্মুথ। যার টাকা আছে, তার কষ্ট থাকে বড়জোর মনে। আর যার টাকা নাই, তার শরীরেও কষ্ট, মনেও কষ্ট। 

কাজেই, "অর্থই অনর্থের মূল", " সুখে থাকতে গেলে জীবনে বেশী টাকার দরকার নাই"- জাতীয় যত কথা আপনারা শোনেন, সবই ছেলেভুলানো বাজে কথা। জীবনে উন্নতি করার প্রথম শর্তই হলো, বাজে কথায় কান দেয়া বন্ধ করে দেয়া। 

দুনিয়াটা কষ্ট পাওয়ারই জায়গা। সবাই এখানে এসেছেই সাফার করতে। এজন্য এখানে গরীব থেকে শরীর মন দুটোতেই কষ্ট নিয়ে বেঁচে থাকার চেয়ে ধনী হয়ে শুধু মনের কষ্ট নিয়ে বেঁচে থাকা ভালো। 

কি বলেন??




Post a Comment

0 Comments