"টাকা মেরে দিসি, কি করবা করো।" - এটা একটা স্ক্যামের বলসিলো আমাকে। তখন থেকেই আমি স্ক্যাম্মেরদের উপর ফেডাপ। কি করা যায় আমি ভেবে দেখলাম, আমাদের দেশে আসলে আমার করার মতো কিছুই ছিল না। পরে ভাবলাম একটা ওয়েবসাইট বানিয়ে দেই, আমাদের সম্মনিত স্ক্যাম্মেরদের একটু চিনে রাখি আমরা সবাই।
কয়েক সপ্তাহ ধরে একটা ওয়েবসাইট বানালাম, নাম দিলাম "প্রতারক"। ওয়েবসাইট এ যে কেউ রিপোর্ট সাবমিট করতে পারবে, যেখানে স্ক্যামের এর ডিটেলস থাকবে। সেই রিপোর্ট সবাই সার্চ করতে পারবে। এখানে ইম্পরট্যান্ট বেপার হলো, ফেইসবুক পেজ তো প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে স্ক্যাম্মেরদের, তাদের ট্র্যাক রাখা হবে আসলে তাদের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে, অথবা বিকাশ নম্বর দিয়ে।
ওয়েবসাইট তো বানালাম, ডোমেইন ও কিনলাম, এখন লাগবে শুধু সবার সাপোর্ট। প্রচুর রিপোর্ট ডাটাবেসে এ না থাকলে এই ওয়েবসাইট এর কোনো ভ্যালু নেই বললেই চলে। রিপোর্ট করতে না পারলেও অন্তত শেয়ার করি, সবাই জানুক যে, ফ্রড থেকে বাঁচার জন্য কিছু একটা তো আছে আমার দেশে,
নাম-
0 Comments