একজন প্রবাসী বাংলাদেশি,
সে রাত প্রায় ২ টার সময় ডিউটি শেষ করে এসে তার গার্লফ্রেন্ড কে অনলাইনে দেখে বলছে,জান ৫ টা মিনিট কথা বলি,উত্তরে তার গার্লফ্রেন্ড বলছে,না আমি ঘুমাবো সকালে কথা বলবো। ছেলেটার ব্যাকুলতা মেয়েটি গায়ে নেয়নি,অথচ মানুষ একটু সময় পাবার জন্য পাগল হয়ে থাকে।
মজার কথা হচ্ছে ছেলেটি love you বলেছে,এটার রিপ্লাই ও মেয়েটি দেয় নি । অথচ মেয়েটি দিব্যি অনলাইনে বসে আছে ২০ মিনিট ধরে।
ছেলেটি পরিবার ও দেশ ছেড়ে তোমাকে নিয়ে জীবন সাজাবে বলে প্রবাসে ১৬ - ১৮ ঘন্টা ডিউটি করে এসেও,তোমাকে সময় দিচ্ছে। আর তুমি তার ব্যাকুলতা নিয়ে খেলছো.....
ছেলেটা আফসোস নিয়ে বলছে,এই জন্যই হয়তো কাউকে নিজের দুনিয়া বানাতে হয় না। আর অন্ধের মত ভালবাসতে হয় না । সে আমার সাথে ৫ টা মিনিট কথা বলতে পারছে না,
কিন্তু অনলাইনে বসে আছে,..
আমাকে যদি ভালোই না লাগে, তবে আমার জীবনে এসেছিলে কেনো?
ভালোবাসা কোথায়?.
ভালোবাসা সুন্দর, যদি ২ জনের সমান ব্যাকুলতা থাকে।
আর যদি ব্যাকুলতা না থাকে, তবে তুমি দিনের বেলায় আকাশে তারা দেখার জন্য রেডি থাকো।
ভালোবাসার মানুষটির কাছেই চায়,কেয়ারিং,
যদি একে অন্যের প্রতি ভালোবাসা না থাকে, তবে মিথ্যা স্বপ্ন দেখাও কেন?
এই দুনিয়ায় এতো মানুষ থাকতে সে তোমার কাছে সব চায়.... কারণ, তুমি তার দুনিয়া।
আর তুমি তার ইমোশন নিয়ে খেলা করো,,,, আহা মানুষ..
( ভালো খারাপ ২ পক্ষেই আছে.....তাই, যে ভালোবাসে না - তাকে ২ সেকেন্ডে ভুলে যান)
0 Comments