কেনো Nobita ইতিহাসের সবচেয়ে ফালতু একটা ছেলে?

কেনো Nobita ইতিহাসের সবচেয়ে ফালতু একটা ছেলে?

১) নোবিতা কাজ-কাম কিছুই করতো না! হোমওয়ার্ক, পড়াশোনা, সবই শেষ মূহুর্ত অব্দি ফেলে রাখতো।

২) যাই হোক না কেনো, নোবিতার একটা অজুহাত থাকবেই! আর প্রত্যেক সময় যখন লাস্ট মোমেন্টে বেজে যেত, ডোরেমনের কোলে দৌড়াইতো।

৩) সবসময় শর্টকাট খুঁজতো ও। নোবিতা সব সময় ডোরেমনকে গ্যাজেট দিতে বলতো, নিজে কিছুই করতে চাইত না।

৪) একটু প্রেসারে থাকলেই কান্নাকাটি শুরু।

৫) নতুন কিছু শেখার আগ্রহ তার নাই। পড়ালেখা বলেন খেলাধুলা বলেন, কোনোটাতেই সে ঠিক নাই।

৬) বন্ধুদের হিংসা করে অনেক। সুনিও বা জিয়ানের কিছু হলেই হিংসা। বন্ধুদের দেখে কই নিজেকে ইন্সপায়ার করবে, সেখানে সে হিংসার ঠেলায় টিকতে পারে না।

৭) সারাদিন জেগে জেগে স্বপ্ন দেখে। বাস্তবে সে কোনো কিছুই করতে চায় না।

৮) ওর ভবিষ্যৎ নিয়ে কোনো প্লানই ছিল না। সারাক্ষণ instant gratification খুঁজতো। নিজে থেকে critical thinking ability ছিলোনা।

৯) প্রত্যেকটা দিন মাইয়াবাজি করবে। একে তো শিজুকা হইল দুনিয়ার Gold Digger. Nobita for Attention, Dekisugi for Education, Sunio for Entertainment আর Gian for Protection. আর সেই মেয়ের পেছনে প্রত্যেকটা দিন এই নবিতা পড়ে থাকতো। আমার মনে হয় ভাই আমাদের জেনারেশনের পোলাপানগুলা প্রেম পিরিতি শিখছে এগুলা দেখে। Desperate ভাবে মেয়েদের পেছনে লেগে থাকার বিষয়টা মনে হয় এই নোবিতা থেকেই আমরা ছেলেরা শিখসি। আর মেয়েরা এই সিজুকা থেকে শিখসে কিভাবে ছেলেদেরকে ইগনোর করলে পাত্তা পাওয়া যায়।

অন্যদিকে ডেকুসুগি ছিল একদম অন্যরকম। শুধু পড়াশোনায় না, বরং কাজেও খুব পরিশ্রমী। স্কুলে সব সময় প্রথম থাকে। কোন সমস্যা হলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করে। ডোরেমনের কোলে গিয়ে বসে থাকেনা। Give up করেনা কখনো। কখনো অন্যদের প্রতি Jealous ও হয় নাই। ওদিকে নোবিতা ডেকুসুগিকে দেখতেই পারতো না।

আমার মনে হয় ছোট থেকে আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি বিধায় বড় হওয়ার পরেও আমাদের ভেতরে ওই জিনিসটা কাজ করে যে সব সময় কেউ না কেউ আমাদেরকে ডোরেমনের মতো ব্যাকাপ দিবে। আমরা Dopamine খুঁজি, আজাইরা মেয়েদের পেছনে ঘুরি, Procrastinate করি, Unnecessary Overthinking করি, Responsibility থেকে দূরে থাকি, Reality থেকে Escape করার জন্যে Instant Gratification, Instant Solution খুঁজি (গাঁজা/Social Media) ইত্যাদি। 

বিষয়টা অসম্ভব ভয়ংকর আর বিরক্তিকর।

Don't Be A Nobita.

Don't Glorify A Nobita.

© Collected.

Post a Comment

0 Comments