আমি আমার জীবন থেকে শিখেছি, সবার পছন্দের হওয়া যায় না

আমি আমার জীবন থেকে শিখেছি, সবার পছন্দের হওয়া যায় না। সবার পছন্দের হতে গেলে নিজের বলে কিছু থাকে না। যে মানুষটি সব সময় সবার পছন্দের হতে চায় তার কখনো নিজের পছন্দের হয়ে ওঠা হয় না। যে কবি সবার পছন্দে কবিতা লেখে, তার নিজের কবিতাগুলো কখনোই লেখা হয় না। সব চেয়ে অদ্ভুত বিষয় হল, পান থেকে চুন খসলেই সেই মানুষটিই হয়ে যায় সবার বিরক্তির কারণ। এক সময় ঐ মানুষটি অবাক হয়ে আবিষ্কার করে সত্যিকার অর্থে তার আপন কেউ নেই। সে প্রচণ্ড একা, শুধুই সবার পছন্দ পুরনের যন্ত্র।

© Foring Camelia

Post a Comment

0 Comments