নর-নারীর সম্পর্ক, সম্পর্কের ধরন ও তার ফিলোসফি - আমার ধারণা - নিয়ন্ত্রণ করেছে বেটা মেইলরা - সব কালে।
এটা আমার একটা হাইপোথিসিস। ব্যাখ্যা করি। প্রথমেই একটা টেন্টেটিভ দৃশ্যকল্প:
আলফা মেইল: জর্জ ক্লুনি/সত্যজিৎ রায়
আলফা ফিমেইল: ক্লডিয়া কার্ডিনেইল/মার্গো রোবি
বেটা মেইল: হাসান মাহমুদ/জনি লিভার
বেটা ফিমেইল: তসলিমা নাসরীন/মুন্নুজান
হায়ার প্রাইমেটদের ক্ষেত্রে কী হয় একটু চিন্তা করুন - ঠাণ্ডা মাথায়।
আলফা গোরিলা - বেটা গোরিলাদের কায়দামতোন সাইজ করবে - গোরিলারা অপেক্ষাকৃত ছোটো ছোটো গোত্রে থাকে - তারপর আলফা গোরিলা, আলফা ফিমেইল ও বেটা ফিমেইল সবার সাথে য়ে মানে শুয়ে পড়বে। মনে রাখবেন - এনিম্যাল কিংডমে কনডোম নাই, বার্থ কন্ট্রোল পিল নাই।
এই বন্দোবস্তে লাভবান কে? আলফা মেইল ও বেটা ফিমেইল।
ক্ষতি কার? আলফা ফিমেইল ও বেটা মেইলের।
এনিম্যাল কিংডমে অধিকাংশ ক্ষেত্রে সব ফিমেইল, আলফা ও বেটা - বায়োলোজিকালি প্রোগ্রামড - আলফা মেইলের প্রতি। কেন? সব মেয়ে চাচ্ছে বেস্ট জীন পাস অন করতে। বেস্ট জীন পাওয়া যাবে আলফা মেইলের কাছ থেকে (এনিমাল কিংডমে বেটার জীনের ম্যানিফেস্টেশান সহজেই ‘দর্শনযোগ্য‘)। আলফা মেইল কিছু কিছু ক্ষেত্রে প্রোভাইডার হিসেবেও ভালো। আবার বেটা ফিমেইল চাচ্ছে জর্জ ক্লুনি যেন হাসান মাহমুদকে শিকস্তি দেয়? কেন? কারণ না হলে হাসান মাহমুদ জীন পাস অন করবে যেটা বেটা ফিমেইল মোটেও চায় না।
একই ভাবে আলফা ফিমেইলও বেটা মেইলকে দেখতে পারে না। কারণ একই। জীব জগতে বেটা মেইলকে মেয়েরা পছন্দ করে না প্রিটিমাচ যেই কারণে সিনেমায় ডিপজলকে নায়িকারা পছন্দ করে না - সেই একই কারণে। ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কিন্তু বিদ্যমান ব্যবস্থায় গোরিলাজগতের মার্গো রোবির সমস্যা হোলো জর্জ ক্লুনিকে মুন্নুজানের সাথেও ব্যস্ত থাকতে হচ্ছে।
বেটা মেইল (যারা সংখ্যায় অধিক) যদি এই বন্দোবস্ত চলতে দেয় - তাহলে সে মার্গো রোবি; মুন্নুজান - কাউকেই পাবে না। খেয়াল করুন যে বেটা মেইল - এজ এ গ্ৰুপ - সবচেয়ে শক্তিশালী - কিন্তু বিদ্যমান ব্যবস্থার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ।
মানুষ, গোরিলা থেকে অনেক অনেক আলাদা। গোরিলার ক্ষেত্রে জর্জ ক্লুনি হোলো সবচেয়ে বড় গোরিলা - মানে তাকে মোহাম্মদ আলী বা আকোয়াম্যান হতে হবে। মানুষের ক্ষেত্রে জর্জ ক্লুনি কিন্তু নানান কারণে আলফা মেইল হতে পারে। সে অর্থনৈতিক শক্তির কারণে কিংবা রাজার ছেলে হওয়ার কারণে আলফা মেইল হতে পারে। স্ট্রং পার্সোনালিটি, সাহস ও হায়ার ইন্টেলিজেন্সের কারণেও মানুষের মধ্যে আলফা মেইল হয়।
কিন্তু বেটা মেইলের ক্ষেত্রে আমার ধারণা মানুষ ও গোরিলা উভয় প্রাইমেটে - একই ধরনের বিপদ।
মানুষের ক্ষেত্রে একটা সুবিধা হোলো জর্জ ক্লুনি, হাসান মাহমুদের তুলনায় অতো বিকট শক্তিশালী না তাই জর্জ ক্লুনি, হাসান মাহমুদকে পিটিয়ে মেরে ফেলতে পারছে না - যেটা গোরিলার ক্ষেত্রে খুবই সম্ভব একটা বিষয়।
এমন অবস্থায় হাসান মাহমুদের জন্য বেস্ট বেট কী?
মনোগামি এস্ট্যাব্লিশ করা ।
ইয়েস - আমার ধারণা মনোগামি কোনো ধর্মের আবিষ্কার না, এটা বেটা মেইলদের আবিষ্কার এবং এও আমার ধারণা যে : পৃথিবীর প্রথম সফল সোশালিস্ট মুভমেন্ট হোলো মনোগামি।
প্রকৃতি অবশ্যই চাচ্ছে বেস্ট জীন পাস অন করুক। মানুষের ক্ষেত্রে একটা বড় সমস্যা হোলো অনেক ধরনের সুবিধাজনক জীনের কোনো ম্যানিফেস্টেশান নাই। হয়তো আপনি জেনেটিকালি ইমিউন HIV'র এগেইন্সটে - কিন্তু সেটা তো দেখা যাচ্ছে না। মেয়েরা যেহেতু জীন পাস অন করার মূল এজেন্ট এবং এই কাজটা শারীরিকভাবে অসম্ভব কষ্টকর - সে গুড জীন, আমার ধারণা মডুলারভাবে দেখে। অর্থাৎ একটা মেয়ে (আলফা কিংবা বেটা ) মনে করবে যে সত্যজিৎ রায় যেহেতু আলফা মেইল সেহেতু সম্ভাব্য সব ভালো জীন তার মধ্যে আছে।
এই ক্ষেত্রে প্রকৃতির জন্য গুড জীন পাস অন করার একটা এফিশিয়েন্ট রাস্তা হোলো পলিগ্যামি। আমার ধারণা পৃথিবীর প্রত্যেকটি মেয়ে সাব-কনশাসলি বোঝে যে হাসান মাহমুদের একমাত্র স্ত্রী হওয়ার চেয়ে জর্জ ক্লুনির পঞ্চম স্ত্রী হওয়াটা বায়োলোজিকালি বেশী সেন্সেবল।
কিন্তু বেটা মেইল - যারা সংখ্যার দিক থেকে সবচেয়ে শক্তিশালী কোহর্ট - এই ব্যবস্থা চলতে থাকলে তারা সব দুধভাত বা ফ্রেন্ড-জোনড হয়ে যাবে।
কীভাবে সেটা আটকানো যায়? মূলত নৈতিকতা ও রোম্যান্টিক প্রেমের আবিষ্কারের মাধ্যমে বেটা মেইলরা মনোগামিকে এস্ট্যাব্লিশ করতে পেরেছে বলে আমার অনুমান। মার্গো রোবিরও (আলফা ফিমেইল) এতে সুবিধা। জর্জ ক্লুনিকে মুন্নুজান বা তসলিমা নাসরীনের সাথে ব্যস্ত থাকতে হোলো না।
একারণেই আমার সবসময় মনে হয়েছে যে নরনারীর সম্পর্কের যে মূল গতি-প্রকৃতি সেটা বেটা মেইলদের তৈরী। আমাদের সমাজে কিংবা অনেক সমাজেই - তাহলে সমকামের প্রতি এরকম ভিসেরাল প্রতিক্রিয়া - এর কারণ কী?
এটা তো শুধুমাত্র ধর্ম দিয়ে ব্যাখ্যা করাই যায় না। বেটা মেইলদের তো সমকামের ব্যবস্থায় আনন্দিত হওয়ার কথা - কেননা এতে তাদের প্রতিযোগিতা কমার কথা। সেই কারণে কি আমার ব্যাখ্যাটা নড়বড়ে হয়ে যায়? হতে পারে!
আবার ও হতে পারে যে বেটা মেইলদের সমকামের প্রতি এরকম ভিসেরাল প্রতিক্রিয়া কারণ মেয়েদের সমকামের প্রতি তাদের একটা প্রাইমাল ফিয়ার আছে। সেক্ষেত্রে তাদের জীন পাস অন করার কোনো রাস্তাই থাকবে না।
বাংলাদেশের মানুষের সমকামের প্রতি যে ডিসপ্রোপোশেনেট প্রতিক্রিয়া, উদ্বেগ ও ঘৃণা - এটা আমার ধারণা নিয়ন্ত্রণ করে বেটা মেইলরা?
আপনার কী মনে হয়?
0 Comments