কেউ ছাব্বিশ বছর লেখাপড়া করে বেকার বসে আছে আর কেউ এই বয়সে বাবা মায়ের জন্য কোটি টাকার গাড়ি কিনে আনে।

 

"সততা"

কেউ ছাব্বিশ বছর লেখাপড়া করে বেকার বসে আছে আর কেউ এই বয়সে বাবা মায়ের জন্য কোটি টাকার গাড়ি কিনে আনে।
মানুষ বাঁচে কয় দিন। বাবা মা আর থাকবে কয় বছর। লেখাপড়া করে বাবা মা কে একটা সেকেন্ড হ্যান্ড Toyota গাড়ি কিনে দিতে দিতে আয়ু শেষ হয়ে যায়। লেখাপড়া করতে করতে ছেলে মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়।
কেবল এক ফালি কাগজের সার্টিফিকেট ছাড়া আর কিছুই থাকে না গর্ব করার মত। যেই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি হয় না। কেউ দাম দেয় না।
পৃথিবীর সবচেয়ে ঋণাত্মক বিনিয়োগ হচ্ছে সার্টিফিকেট এর পিছে বিনিয়োগ।
যে পরিমাণ শ্রম আপনি লেখাপড়ার দিয়েছেন তার সিকিভাগ যদি অন্য কোন ক্ষেত্রে দিতেন আজ আরও অনেক বেশি সফল হয়ে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারতেন ইনশাআল্লাহ।
কেউ কেউ দাবি করতে পারে লেখাপড়া হচ্ছে কেবল জ্ঞানের জন্য। কিন্তু বাস্তব হচ্ছে আমাদেরকে স্বপ্ন দেখানো হতো একটি সুন্দর চাকরি, সুন্দর জীবন, সম্মাজনক বেতন এবং সাজানো গোছানো সংসার দিবে এই পড়াশোনা। কিন্তু বাস্তবে যখন আমরা সম্পূর্ণ বিপরীতটা দেখি তখন নিজেকে সান্ত্বনা দিতে নিজের সাথে মিথ্যা কথা বলি।
আমি বলি ভাই, বোন জীবনে যা হারানো তা তো হারিয়েছেন। সততার জায়গাটুকু অন্তত ধরে রাখেন। তাহলে অন্তত নিজের কাছে এই কথাটা বলে সান্ত্বনা দিতে পারবেন যে জীবন যৌবন সব হারিয়েছি মাগার সততা টা হারাই নাই লেখাপড়া করে।

Post a Comment

0 Comments