"শখের পুরুষ"

তোমার শখের পুরুষ আর আমার শখের পুরুষ এক না সিস্টার্স। 
তুমি যখন ভিডিও কলে কথা বল তখন আমি রবের আছে উত্তম দ্বীনদার জীবন সঙ্গীর জন্য কান্নাকাটি করি।
তোমার শখের পুরুষ যখন তোমাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর। তখন আমার শখের পুরুষ মোনাজাতে চায় এমন কেউ যাকে নিয়ে পারি দেওয়া যাবে জান্নাতের পথ।
তোমার শখের পুরুষ যখন তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাঁপল ছবি, রোমান্টিক মুহুর্তের ছবি ভিডিও করতে ব্যস্ত। 
আমার শখের পুরুষ গর্দান নিতে পারে তার প্রিয়তমার চোখের দিকে তাকালে।
তোমার শখের পুরুষ চিন্তা করে বাচ্চাদের বানাবে ডাক্তার ইন্জিনিয়ার।
আমার শখের পুরুষ চিন্তা করে উত্তম তরবিয়ত নিয়ে, পুরোপুরি সুন্নাহভিত্তিক শরিয়াহ মোতাবেক বড় করার নিয়ে।
তোমার শখের পুরুষ যখন অন্য নারীর সঙ্গে হাসিতামাশা করে।
আমার শখের পুরুষ পরনারীর ছায়াও এড়িয়ে চলে।

তোমার শখের পুরুষ যখন গানবাজনায় বিভোর। 
আমার শখের পুরুষ জিকিরে লিপ্ত। 

We are not same sister 🫶.

~তাইবা ইসলাম ইকরা

Post a Comment

0 Comments