ফিরাউনের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে জিবরাইল
(আঃ) বলেন,
“পানিতে তলিয়ে যাওয়ার পর,আমি ফিরাউনের
মুখে লাথি দিয়ে কাদা-মাটি ঢুকিয়ে দিতে থাকলাম। কেননা, আমি আশঙ্কা
করছিলাম সে হয়তো শেষ মুহুর্তে এসে ‘লা ইলাহা ইল্লাল্লাহ'’ পড়ে বসবে আর
আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।”
এই হাদিস থেকে আল্লাহর সাথে জিবরাইল (আঃ) এর
সম্পর্কের একটা চমৎকার দিক উপলব্ধি করা যায়।
জিবরাইল (আঃ) আল্লাহ তাআলার সবথেকে নিকটবর্তী
ফেরেশতা হওয়ায় আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন।
তিনি এও জানেন, ফিরাউনের
ঔদ্ধত্য যত বড়োই হোক না কেন, আল্লাহর
দয়া ও ক্ষমাশীলতা তার থেকেও অনেক বড়ো।
'আলহামদুলিল্লাহ'
(সুনান আত তিরমিজী: ৩১০৭)
0 Comments