এক মহিলারে দেখলাম দোকানদারের কাছে আইসা ক্লাস
টু'এর পিচ্চির রেজাল্ট কার্ড ধরায়ে দিয়া বললো কোন সাবজেক্টে কত পাইসে,
এইটা
একটু বইলা দিতে।
ম্যাথে ৫৭ পাইসে শুইনা মহিলা বললো, আলহামদুলিল্লাহ।
আমার ব্যাটায় অনেক পাইসে।
আমি নিজে জীবনে ৩৩ পাই নাই। সামনে আরও ভালা
করবে। দেন একটা ছোট কোক আর চিপস দেন। বাসায় নিয়া ওরে খাওয়াই।
কথাটা শুইনা একটু তাকাইলাম মহিলার দিকে। বোরখা
পরা ঘামে ভিজা একটা মুখ।
আজকালকার Rat রেসে থাকা মায়েরা যেইখানে বাচ্চারা ৯০ এর
নিচে মার্ক আসলেই "এত কম ক্যান পাইসোস" চিল্লাপাল্লা
শুরু কইরা দেয়, সেইখানে এই সো কল্ড অশিক্ষিত মহিলা তার ছেলের
৫৭ মার্ক নিয়া খুশি হইয়া কোক আর চিপস কিনে নিয়া যাইতেসে।
এই মায়ের ছেলে কদ্দূর যাইতে পারবে জানি না,
বাট
এমন চমৎকার মেন্টালিটির মা যদি কোনো বাচ্চার থাকে,
সে
অন্তত পড়ালেখা নিয়ে ডিপ্রেশনে থাকবে না। আই গেস...
©Ahnaf Tahmid

0 Comments