ঘটনাটি ছোট হলেও সকলের জন্য শিক্ষামূলক

 আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বলি, ঘটনাটি ছোট হলেও সকলের জন্য শিক্ষামূলক।
আমি তখন স্কুলে ক্লাস প্লে/নার্সারিতে পড়ি। ছোটবেলায় আমার প্রচুর টিভি দেখার নেশা ছিলো, টিভিতে কোনো সিরিয়াল ক্যারেক্টার এর কোনো কাজ/অভিনয় ভালো লাগলে সেটি নিজের জীবনে এপ্লাই করার চেষ্টা করতাম,গুণটি ভালো নাকি খারাপ তা দ্বিতীয়বার ভেবে দেখতাম না। তো ছোটবেলা থেকেই আমি স্কুলে না গিয়ে কিভাবে স্কুল ফাঁকি দেয়া যায় সেই ধান্দায় ব্যাস্ত থাকতাম। তো টিভিতে একটি সিরিয়ালে দেখলাম (সিরিয়ালের নাম মনে নেই) ছেলেটি পেট ব্যাথার মিথ্যে বাহানা বানিয়ে তার মাকে বলে যে, আজকে সে স্কুলে যাবে না, মাও সেটি মেনে নেন। আমি ভাবলাম, আমার জীবনেও এটি এপ্লাই করতে দোষ কীসের? আমিও একদিন ক্লাস করতে করতে বোরিং ফিল করায় ক্লাসের ম্যাডামকে বলি, ম্যাডাম আমার অনেক পেট ব্যাথা করছে, আমি আজকে কোনোভাবেই ক্লাস করতে পারবো না,আমি বাসায় যাবো। ম্যাডামও আমার পেট ব্যাথা সিরিয়াস ভেবে নিয়ে আমাকে স্কুলের আয়াকে ডেকে বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যাবস্থা করেন। এইদিকে আমিতো মনে মনে ভীষণ খুশি যে আমার আর আজকে ক্লাস করতে হবেনা,বাসায় গিয়ে টিভি দেখবো। আয়া সেদিন যথারীতি আমাকে বাসায় নিয়ে আসে, বাসায় এসে আম্মুকে বলেন যে, নাঈমের আজকে হঠাৎ অনেক পেটে ব্যাথা তাই স্কুল থেকে বাসায় পাঠিয়ে দিলো। আম্মু এই কথা শোনা মাত্রই কীভাবে জানি আমি যে মিথ্যে বাহানা করছি তা ধরে ফেললেন, আর আয়াকে বললেন, ঐ মিথ্যা কথা বলছে, ওর পেটে কোনো ব্যাথা নাই, ক্লাস করবেনা বাসায় এসে টিভি দেখবে তাই এই বাহানা করে আপনাদেরকে এমন বলেছে। এদিকে আমিও নিজের মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতে মরিয়া হয়ে গেলাম, আম্মুর কাছে নিজেকে সত্য প্রমাণ করতে যে, না আম্মু আমার পেটে অনেক ব্যাথা। কিন্ত আম্মু আয়াকে সাফ জানিয়ে দিলেন যে, নাঈম যদি আবার কোনোদিন এমন বাহানা করে বাসায় আসতে চায়, কোনোদিন নিয়ে আসবেন না, স্কুলেই রাখবেন,আমাকে প্রয়োজনে ফোন করতে বলবেন ম্যাডামকে । আমার আর আয়া আপার গন্তব্য আবার আমার বাসা থেকে সেই স্কুল অব্দি। স্কুলে যাওয়ার পথে আয়া আপা আমাকে বলতে লাগলেন, নাঈম এইভাবে মিথ্যা কথা বলা কই থেকে শিখেছো? তোমার জন্য আমাকে আজকে স্কুলের কাজ ছেড়ে এইভাবে তাড়াহুড়ো করে আসতে হলো। স্কুলে পৌছে যেই না, ক্লাসে ঢুকতে যাবো দেখি গণিত ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, আমাকে ক্লাসের মাঝখানে এইভাবে ঢুকতে দেখে বলেন, কি ব্যাপার নাঈম? কোথায় থেকে আসছো? আয়া আপা বলতে শুরু করলেন, আর বলেন না ম্যাডাম, পেট ব্যাথা করছে এই বাহানা দিয়ে বাসায় গিয়েছিলো,ওর মা এটি বাহানা বুঝতে পেরে আবার স্কুলে পাঠিয়ে দিলেন। ম্যাডাম তখন বললেন, কি শুনছি নাঈম? তোমাকে তো ভালো ছেলে বলি আমরা, এমন কেনো করলে? আমি নির্বিকারভাবে দাঁড়িয়ে রইলাম কিছু বলতে না পেরে,ম্যাডাম বসতে বললেন। সেদিন ক্লাসের সহপাঠীরা আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো, আমিও লজ্জিতভাবে বেঞ্চে গিয়ে বসলাম।

সেদিন আম্মুর ওপরে আমার অনেক রাগ উঠেছিলো যে, এমনটা উনি না করলেও পারতেন আমার সাথে, তাও আবার স্কুলের আয়া আপার সামনে। কিন্তু এখন বড় হয়ে বুঝি যে, আসলে সেদিন যদি উনি আমার সাথে এমনটা না করতেন তাহলে হয়তো আমার মধ্যে থেকে এই মিথ্যে বলার অভ্যাসটা দূর হতো না।  



Post a Comment

0 Comments