সমস্যাটা হইলো, আমরা ইদানিং সবকিছুর শেষ দেখে ফেলতে চাই।

 সমস্যাটা হইলো, আমরা ইদানিং সবকিছুর শেষ দেখে ফেলতে চাই। কনক্ল্যুশানকে সল্যুশান মনে করে বড়সড় রকমের এক ভুল করে বসি আমরা। 

রিলেশনশিপ জমতেসে না? শেষ করে ফেল। সংসারে ঝামেলা? ডিভোর্স দিয়ে দে। বন্ধু বদলে গেছে? বাদ দিয়ে দে, প্যারা নাই। 'শেষ করলেই শান্তি মিলবে' টাইপ মেন্টালিটি চারপাশে ভীড় করে রেখেছে আমাদের।

এর একটা বড় কারণ হচ্ছে Low Switching Cost. সোশ্যাল মিডিয়া আর ইজি কমিউনিকেশনের এই যুগে মানুষ এত সস্তা হয়ে গেছে যে You will never be alone. আমরা এখন আর ওই পরিমাণ ধৈর্য আর এফোর্ট দিয়ে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে পারিনা। হাজার হাজার অপশন চারপাশে, চাইলেও ওই ভক্তিটা আর আসে না। 

'শেষ করে দিলে দিলেই যদি শান্তি মিলতো' তাহলে এই পৃথিবীতে বোধহয় শান্তির এত অভাব হতো না!

© Collected.



Post a Comment

0 Comments