"কুল"

একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকালকার কিছু ছেলেমেয়ে "কুল" সাজার জন্যে ইসলাম বিদ্বেষী হচ্ছে। যেমন ধরেন, একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে ইনস্টাগ্রামে নাচানাচি করে—সে কোনোভাবেই ইসলামের অনুসারী হবে না। এখন ধরুন, মারুফ এই মেয়েকেই পটানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সে মেয়েটিকে পটানোর জন্য হলেও, মেয়েটি যেসব আচরণকে সমর্থন করছে, সেও সেগুলো সমর্থন করবে।

যারা practicing মুসলিম, নিজেকে দিন দিন ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিজেকে ইসলামের পথে এগিয়ে নিচ্ছে, তাদের যদি কোনো কোনো ভুল ধরা পড়ে। ওইসব তথাকথিত "কুল" ছেলেমেয়েরাই এগুলোকে হাইলাইট করে নিজেদের ধর্মকে ছোট করছে এবং করে আসছে দিনের পর দিন।
আজকাল আপনি যে কোনো উঠতি বয়সী ছেলেমেয়ের প্রোফাইলেই যান, দেখবেন ইসলামকে ছোট করে কথা না বললে তার রাতের ঘুম আসবে না। কারণ সে যখন ধর্মকে ছোট করছে, নারীবাদীরা খুব আনন্দ পাচ্ছে সেগুলোতে। সে যখন পরে ইনবক্সে গিয়ে ওই মেয়ের সাথে "সিম্প" করবে, মেয়েটাও তাকে সমর্থন দিবে যে, "আরে ভাই, সে তো মহাপুরুষ, আদর্শ পুরুষ। সে তো এইসব পাশ্চাত্য সংস্কৃতিকে সমর্থন করে, সে তো খুবই উদারমনা বয়ফ্রেন্ড হবে। তাকেই তো আমার দরকার।"
সে যদি মেয়ে পেতে চায়, তাকে হতে হবে লিবারেল, তাকে সমর্থন করতে হবে এই হুকআপ সংস্কৃতি, কারণ এগুলোতেই মেয়েরা আনন্দ পায়। ধরেন আমি একজন গাঁজাখোর, আপনি আমার সামনে নীতিবাক্য শোনাচ্ছেন যে ভাই গাঁজা খাবেন না, এতে ক্ষতি আছে। আরেকজন আমাকে বলছে ভাই ওইসব-এ কান দিবেন না, আপনি আপনার মতো গাঁজা খেয়ে যান। আমি কাকে আমার বন্ধু হিসেবে বেছে নিব? যে আমাকে গাঁজা খেতে উৎসাহ দিচ্ছে তাই কি না?
তাই যখন সে ওই অর্ধনগ্ন মেয়েটাকেই ডেট করতে চায়, তার উদ্দেশ্য হাসিল করার জন্য তাকেও তো ওই "কুল বই" হতে হবে তাই না? সে গিয়ে ইসলামের নীতিবাক্য শোনালে মেয়েটা তো উল্টা তাকে ব্লক মারবে!
জাস্ট একটা কথাই, নিজের বিবেকের ওপর সচ্চ থাকুন। আপনি ভালো ভাবেই জানেন কোনটা সঠিক আর কোন ভুলের মধ্যে আপনি আছেন। শুধু ওই "কুল বই"-টা হইয়েন না।

©  Mayeen Rahman

Post a Comment

0 Comments