সারাদিন সুন্দর সুন্দর মেয়ে দেখে বাসায় এসে অনেকের মন খারাপ হয়ে যায়। পাবলিক ডিল করে এমন চাকুরী করা একজন তার ওয়াইফকে এই কথা বলেছিলো। ভদ্রমহিলাকে আমরাও বেশিরভাগ সময় দেখেছি ত্যানা টাইপ কাপড়চোপর পড়ে থাকতে।
একজন পুরুষ সারাদিন প্রচুর পরনারী দেখে। অনেক মেয়েদেরই ঘরে বসে থাকার উপায় থাকলেও পুরুষ মাত্রই তাকে বাইরে যেতে হবে, পাবলিক ডিলিংস করতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় পরনারীর সাথে উঠাবসা করতে হবে। আমাদের মেয়েদেরও কেন জানি সাজসজ্জা একটু স্মার্টভাবে চলার ট্রেন্ডটা বাইরের দুনিয়ার জন্য সংরক্ষিত। ঘরে কিন্তু কেউই বেড়ানোর জন্য যেমন সাজা হয় বা পরিপাটি থাকা হয় তেমন পরিপাটি থাকেনা।
মেকআপের পয়সা উসুল হয় বাইরে গেলেই। অথচ সারাদিন দুনিয়া চড়িয়ে আসা পুরুষ মানুষটা অন্যের বউ/বোনের সবচেয়ে পরিপাটি রুপটা দেখে ঘরে ফিরে ত্যানা পড়া সারাদিন বুয়ার খাটনি খাটা একজন মানুষকে দেখে। এই যে মেয়েরা প্রতি মাসে মাসে নতুন কাপড় কেনে, এতো নতুন নতুন কসমেটিক কেনে এগুলোর ১%ও হাজব্যান্ডের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট হওয়ার জন্য কেনা কিনা সন্দেহ আছে!
বেশিরভাগ মেয়েরা রঙবেরংগের জামা কাপড় কেনে মহিলা সমাজে দেখানোর জন্য! আসরের মধ্যমনি হওয়ার জন্য। এটা কোথা থেকে কিনেছেন এই জামাটা কী সুন্দর এসব মহিলাদের অন্য মহিলাদের মুখ থেকে শুনতে যতো না ভালো লাগে হাজব্যান্ডের মুখ থেকে শুনতেও এতো মধু লাগেনা।
অনেক পুরুষ ও আছে সুন্দর লাগলেও সেটা এক্সপ্রেস করেনা ফলে মেয়েরা মনে মনে ধারণাই করে নেয় ব্যাটা বলদ কী বুঝে! সে ব্যক্তি যাই বুঝুক না বুঝুক একটা জিনিস দেখতে গোছানো লাগছে পরিপাটি লাগছে এটা একটা ইন্দ্রিয়গত ব্যাপার। দেখা একধরনের অনুভূতি এক্সপ্রেস না করতে পারলেও সে ব্যক্তি অনুভব ঠিক করতে পারে।
অথচ হওয়ার কথা ছিল উল্টো। সাজগোজ সবকিছুই হওয়ার কথা ছিল হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড সুন্দর বললে দুনিয়ার আর কেউ না দেখলেও কিছু আসা যাওয়ার কথা ছিলো না।
একবার রাসূল(সা.)-এর কাছে কিছু মহিলা সাহাবী বললেন - হাজব্যান্ডকে আকর্ষণ করার জন্য সবসময় নিত্যনতুন স্বর্ণের গহনা তারা এফোর্ড করতে পারছেন না। তখন রাসূল (সা.) তাদেরকে অন্য যে কোনো কমদামী ধাতুর গহনা পড়ার কথা বললেন।
নিজেকে পরিপাটি করে রাখার মধ্যে নিজেকে নিজে ভালোবাসার সত্য লুকায়িত আছে। ঘরে হাজব্যান্ডের সামনে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপনের মধ্যে নিজেকে ভালোবাসার ব্যাপারটা ও প্রমাণ হয়। যে নিজেকে ভালোবাসে সে অন্যের কাছেও দামী আকর্ষনীয় ব্যক্তি হয়ে ওঠে।
- সাফওয়ানা জেরিন
0 Comments