দীর্ঘদিন একসাথে থাকার ফলে, প্রত্যেক সম্পর্কই একঘেয়ে হয়ে যায়। প্রেম শুধুমাত্র আবেগ নয়, এটি commitment; শারিরীক ও মানসিক ভাবে যথাসম্ভব কাছাকাছি থাকার commitment.
কিন্তু, এটি ভীষণ কঠিন; একই মানুষের সাথে সর্বদা হাসিখুশি থাকা, খুনসুটি করা, শারিরীক উপভোগ, ভীষণ কঠিন। এসবে ঘাটতি আসেই এবং ঘাটতি এলেই, মানুষ অন্য কাউকে সন্ধান করে, অন্য কারও প্রতি মুগ্ধ হয়ে পড়ে। প্রেমের প্রাথমিক সেই ঝলকানি, পুনরায় খুঁজতে থাকে।
না, এভাবে সম্পর্ক হয় না, আগায় না। সম্পর্ক হলো, সেই মানুষের সন্ধান ও তাকে পাওয়া, যে ছেড়ে যাবে না; ভোগ নয় উপভোগ করবে, শরীর, মন, রূপ, খুঁত, সব সব সব কিছুই।
আর এই জন্যই পাল্টাতে হয়; মানুষকে নয়, অভ্যাসকে পাল্টাতে হয়, আচরণকে পাল্টাতে হয়, রুচি পাল্টাতে হয়, আবেগ পাল্টাতে হয়, গান পাল্টাতে হয়, স্পর্শ পাল্টাতে হয়, আচরণ পাল্টাতে হয় in fact sex position পর্যন্ত পালটাতে হয়ে।
ঠোঁটে চুমু একঘেয়ে হয়ে আসে, cleavage এ চুমু শিখতে হয়; রোজকার সালোয়ার কামিজে মুগ্ধতা ফুরোয়, কোমর-চাপা শাড়িতে মুগ্ধ করতে হয়। নিত্য নৈমিত্তিক লুঙ্গিতে মুগ্ধতা ফুরোয়, 2 quarter 3 quarter short এ মুগ্ধ করতে হয়ে।
আসলে ভালোবাসা ফুরাতে না দেওয়াটাই হলো ভালোবাসা। ভালোবাসায় কোনো কিছু লুকিয়ে রেখে শুরু করতে নেই, এতে সঙ্গী কে ঠকানো বলে। কেননা, মিথ্যে বলা আর সত্যি গোপন করা আপাতদৃষ্টিতে একই_
প্রকৃত ভালোবাসা হলো_ যে বয়সটাতে এসে বিছানা আর বাসরের সম্পর্ক ভুলতে বসবো, যে বয়সটায় joint pain ছাপিয়ে যাবে stock market crash এর বিভীষিকা। যে বয়সটাতে BP tablet হয়ে যাবে চারমিনারের বিকল্প নেশা; আর যখন আমি ভুলতে বসবো জামদানি আর বালুচরীর পার্থক্য; ঠিক তখন আমাদের আমরা ছাড়া আর কিছুই থাকবে না।
Fixed deposit ভেঙে যে দুই কামরা ঘরের সুখ আমরা কিনবো ভেবেছি তার দেওয়ালের রং তখন আমাদের চামড়ার মতোই জরাজীর্ণ।
সেই সময় কোনো এক সন্ধ্যায় আমাদের কোনো কথা থাকবে না। বাইরে জ্যোৎস্না থাকবে,অদূরে মসজিদের মাইক থাকবে, দূরে মন্দিরের ঘণ্টা থাকবে, ছাদ থেকে দৃশ্যমান highway তে College, University ফেরত যুবক যুবতীর চুমু থাকবে,
কবরের পাশে কুকুরের অকারণ অনবরত পাহারা থাকবে, সেদিন আমাদের বারান্দার দোলনা খালি থাকবে।
তখন বিছানায় বালিশে আমাদের পাকা চুল থাকবে, চোখে high per metro pear চশমা থাকবে, দুজনের হাতে বই থাকবে। তখনও আমাদের গোপন কিছু কথা থাকবে, কবিতার প্রত্যুত্তরে মহাকাব্য থাকবে।
আরও কী থাকবে জানো? এক সীমাহীন নিখাঁদ ভালোবাসা!!!🤍🌸
0 Comments