"আমায় ভালোবাসলে না কেন বাবাইদা?আমাকে ভালোবাসলেতো আজ জীবনটা অন্যরকম হতো"

পরিনীতা মুভির একটা সিন আছে, যেখানে শুভশ্রী বলে, "আমায় ভালোবাসলে না কেন বাবাইদা?আমাকে ভালোবাসলেতো আজ জীবনটা অন্যরকম হতো"।

এই সিনটার নানান শর্টক্লিপ নিউজফিডে ঘুরে বেড়ায়। মুভিটার কাহিনী অতোটা অসাধারন না হলেও এই দৃশ্যটা, আমি ভুলতে পারিনা। কি অসম্ভব মন ভার করা দুটো লাইন। আমরা সবাই হয়তো কাউকে না কাউকে এইটা জিজ্ঞাসা করতে চাই যে " আমায় কেন ভালোবাসলেনা?"

 কিন্তু আমরা কেউই জিজ্ঞাসা করতে পারিনা। এমনকি মুভিতেও, শুভশ্রী কল্পনায় কথাটা জিজ্ঞাসা করে। আসলে এই কথাটা কাউকেই জিজ্ঞাসা করা যায়না, যে আমায় কেন ভালোবাসলেনা। এই প্রশ্ন কাউকে করা যায়না, করা গেলেও এর উত্তর বোধহয় কারুর কাছে নেই।

আমাদের সবার জীবনে এমন কেউনা কেউ ছিলো কিংবা আছে যে আমাদের ভালোবাসলে আমাদের জীবনটা অন্যরকম হোতো। বিষন্ন বিকেলগুলো কবিতা হয়ে উঠতো। একটা রেললাইনে হাটার সময় হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করতো।

কিন্তু দুনিয়ার কিছু খুব রুঢ় কিন্তু সহজ সত্যির একটা হলো,

Unfortunately, people have a right to decline your love no matter how pure your intentions are. You are not what they want...💔

Post a Comment

0 Comments