ইতিহাস জানতে দেয় নাই বলে চিল্লায়েন না

 


ইতিহাস জানতে দেয় নাই বলে চিল্লায়েন না। বলেন যে আপনে ইতিহাস পড়েন নাই। আপনে অলস ছিলেন নাহয় উদাসীন। ইতিহাসের প্রচুর বই (পক্ষপাতমূলক এবং নির্দলীয়, এমনকি খুঁজলে ব্যান্ড হওয়া বইও ) বাজারে পাওয়া যাইত , যায়। আপনে পড়েন নাই সেটা আপনার ব্যর্থতা!

এক সামাজিক বিজ্ঞান বই পড়ে যেমন ইতিহাস জানা যায় না তেমনই ৪/৫ টা বই পড়েও জানা যায় না। বাংলাদেশের ইতিহাস জানতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করেন। না পারলে অন্তত সাতচল্লিশ থেকে শুরু করেন। কোনটা কেন ঘটছে, সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে কী ঘটছে, দলিল আছে কোন কোন ঘটনার - জানেন। অবশ্য যদি আসলেই ইতিহাস জানতে চান তো। কুতর্ক করার জন্য ২/৪টা বই এর রেফারেন্সই যথেষ্ট।

বাংলাদেশের জন্ম এবং বেড়ে ওঠা কোনো সেলিব্রেটির পরকীয়ার ফেসবুকিয় সস্তা আলাপের মতো দুর্বল না। ইতিহাসের একটা ভার আছে। এতটাই যে ইট রিমেইনস ফরএভার এন্ড ইট রিপিটিস ইটসেলফ।

কিছু নিউট্রাল সেমি নিউট্রাল বইয়ের লিস্ট দিচ্ছি। সেমি নিউট্রাল কেনো বলছি, কারণ দুনিয়ার কোনো মানুষ এপলিটিক্যাল না। তা সে যতই দাবি করুক লাভ নাই।

আমি যেই লিস্ট গুলা দিচ্ছি এর মধ্যেও সব সঠিক হবে তাও না, হালকা পাতলা ফ্ল থাকতে পারে। যদি আমার কোনে বই পড়ে মনে হইসে যে ফ্ল আছে। ওইটা কারেক্ট করার জন্য আরেকটা বই পড়ছি। ওইটার নামও দিছি। আপনার মাথায় রাখতে হবে, আপনি ৫৩ বছর আগের ইতিহাস পড়তেছেন। বহুবার এটারে কাটাছেঁড়া করা হইছে৷ তাই আমি এমন সব বইয়ের লিস্ট দিচ্ছি যেগুলো তথ্যগত ভাবে সঠিক। আপনি লেখকের ইন্টারপ্রেটেনশন নিবেন না, নিলেও কম নিবেন। আপনি তথ্য নিবেন। এরপর নিজে ইন্টারপ্রেট করবেন। চিন্তার ভার আরেকজনের ওপর ছেড়ে দিলেই আপনার চিন্তা এরা কবজা করে ফেলবে। হ্যাপি রিডিং।

(ওহ প্রথম তিনটা বই মাস্ট রিড এটা আপনাকে বঙ্গবন্ধুর শাসনামলের সবচেয়ে বড় কিছু ঘটনার ধারণা দিবে)

১. জাসদের উত্থান পতন- মহিউদ্দিন আহমদ

২. সিরাজ শিকদারের নির্বাচিত রাজনৈতিক রচনাবলী -সিরাজ শিকদার

৩. লাল সন্ত্রাস- মহিউদ্দিন আহমদ

৪. এক জেনারেলের নীরব সাক্ষ্য(১৯৭১-১৯৮১)- জেনারেল মইনুল হোসেন চৌধুরী (এটা যথেষ্ট নিউট্রাল বই কারণ উনার কোনো মোডাস অপারান্ডি নাই)

৫. ত্রিশ লক্ষ শহীদ- বাহুল্য নাকি বাস্তবতা- আরিফ রহমান

৬. After the dark night- SM Ali(Daily Star)

৭. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর - আবুল মনসুর আহমেদ 

৮. বাংলাদেশের রাজনীতি -প্রফেসর ফিরোজা বেগম

৯. ১৯৭১ ভেতরে বাইরে- একে খন্দকার বীর উত্তম

১০. তিনটি সেনা অভ্যুথ্থান ও না বলা কিছু কথা- Lt Col. MA Hamid

১১. একাত্তরের করতলে ছিন্ন মাথা- হাসান আজিজুল হক

১২. History of Bangladesh- MA Hannan

১৩. পরবাসে বন্ধু আমার- আরিফ রহমান 

১৪. যদি দুইদলের কামড়াকামড়ি পড়তে চান তাইলে,

ভয়ের দেশে লয়ের দেশে- আখতারুজ্জামান আজাদ

১৫. মুজিবের রক্ত লাল- এম আর আখতার মুকুল

১৬. The betrayal of East Pakistan- Lt. general Niazi(মনে রাইখেন আপনি নিয়াজীর লেখা বই পড়তেছেন)

১৭. A witness to surrender- সিদ্দিক সালেক

১৮. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা- ফ্যাক্টস এন্ড উইটনেস( আফম সাইদ)

১৯. কারাগারের রোজনামচা/ অসমাপ্ত আত্মজীবনী- বঙ্গবন্ধু 

(এটা দেওয়ার কারণ এই দুইটা বইয়ের তথ্যগুলোকে কেউ এখনো কাউন্টার করতে পারেনি তাই ঘটনাপ্রবাহগুলোকে আপাতদৃষ্টিতে সত্য ধরে নেওয়া যায়)

২০. সিক্রেট ডকুমেন্টস অব ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’( পাকিস্তান ইনটেলিজেন্সের নথির ওপর লেখা, এটা থেকেও শুধু তথ্য নিবেন)

২১. বেহাত বিপ্লব - সলিমুল্লাহ খান (পড়তে পারেন, তবে শুধু তথ্য নিবেন। উনার ইন্টারপ্রেটেনশন মাঝে মধ্যে অতিরঞ্জিত হয়ে যায়)

২২. মুক্তিযুদ্ধ কেনো অনিবার্য ছিলো- ড. কামাল হোসেন

২৩. Bangladesh a legacy of Blood- Anthony Mascarenhas

২৪. রাফিউল ইসলাম সাজিদ A Stranger in My Own Country: East Pakistan, 1969-1971

Book by Khadim Hussain Raja

২৫. বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিলো - বের্নার অঁরি লেভি

২৬. মুজিব বাহিনি থেকে গণবাহিনী- ইতিহাসের পুনর্পাঠ - আলতাফ পারভেজ

২৭. মূলধারা ৭১- মইদুল হাসান"

২৮. "অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা

২৯. আমি সিরাজুল আলম খান একটি রাজনৈতিক জীবনালেখ্য ; শামসুদ্দিন পেয়ারা।

৩০. বাংলাদেশ রক্তের ঋন -he legacy of blood নামে পরিচিত

©️

Post a Comment

0 Comments