বেনামাজি ছেলেটি বলছিলো, আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু?
পরদিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিলো, কিন্তু লাস হয়ে ।
বেপর্দা মেয়েটি বলেছিলো, ভবিষ্যতে আমি যে কখনো পর্দা করবো না, সেটার গ্যারান্টি কতটুকু সত্য? প্রমাণ আছে কি? মেয়েটি পরদিনই পর্দা করছিলো, কাফনের সাদা কাপড় শরীরে মুড়িয়ে ।
ভবিষ্যতে কে হেদায়েত লাভ করবে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ না ।
তাই বর্তমান দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে আমরা জানি না ।
কাল সকালে আমার ঘুম ভাঙ্গবে, সেটার গ্যারান্টি কতটুকু? আজ রাতেই যে আমার শেষ রাত্রি নয়, সেটার গ্যারান্টি কতটুকু ।
তাই আসুন আমরা তওবা করে ফিরে আসি আমাদের রবের দিকে।
তওবা করে ফিরে আসলেই আমাদের লাভ ।
পবিত্র কুরআনে আল্লাহ তায়া’লা বলেন "যে ব্যক্তি তওবা করলো ঈমান নেক করলো এবং হেদায়েতের পথে অবিচল থাকলো। আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল। [সূরা ত্বহাঃ আয়াত ৮২]
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।
মৃত্যুর পূর্বেই যেন সকল ভুল বুঝে তওবা করতে পারি, আমিন
© Collected
0 Comments