বৌ: জানো খাদিজা রাযি. ব্যবসা করতেন। ধনী নারী ছিলেন তিনি। আমিও ব্যবসা করতে চাই।
স্বামী: খাদিজা রাযি. গোলাম দিয়ে ব্যবসা করাতেন এবং নিজে ঘরে থাকতেন।
-স্ত্রী নিরব
স্বামী: বিবাহের পর রসুল ﷺ তার ব্যবসার সমস্ত দায়িত্ব পালন করতেন।
- স্ত্রী কাচুমাচু করতেছে
স্বামী: খাদিজা রাযি. রান্না করে সেই খাবার নিজে বহন করে উচু পাহাড়ে উঠে হেরা গুহায় নিয়ে যেতেন।
- স্ত্রী কাশি দিতেছে
স্বামী: খাদিজা রাযি. তার সমস্ত ধন সম্পদ নিজ স্বামীকে দিয়ে দিয়েছিলেন।
স্ত্রী: বাদ দেও তো এসব কথা। এমনেই বলছিলাম। তরকারি কেমন হয়েছে সেটা বলো।
-স্ত্রী নিরব
স্বামী: বিবাহের পর রসুল ﷺ তার ব্যবসার সমস্ত দায়িত্ব পালন করতেন।
- স্ত্রী কাচুমাচু করতেছে
স্বামী: খাদিজা রাযি. রান্না করে সেই খাবার নিজে বহন করে উচু পাহাড়ে উঠে হেরা গুহায় নিয়ে যেতেন।
- স্ত্রী কাশি দিতেছে
স্বামী: খাদিজা রাযি. তার সমস্ত ধন সম্পদ নিজ স্বামীকে দিয়ে দিয়েছিলেন।
স্ত্রী: বাদ দেও তো এসব কথা। এমনেই বলছিলাম। তরকারি কেমন হয়েছে সেটা বলো।

© নূর ইসলাম
0 Comments