

সিজদায় গিয়ে আমি আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি অবস্থান করি। সিজদা করাবস্থায় আমার আকুতি, আমার মিনতি, আমার দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি মকবুল হওয়ার নিশ্চয়তা থাকে। তাই নিজের দুঃসময়ে, নিজের কষ্ট-সংকটে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার শিখিয়ে দেয়া দোয়া দিয়ে,
১: আমার আমল কবুল করার জন্য আবেদন করবো,
رَبَّنَا تَقَبَّلۡ مِنَّاۤۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِیعُ ٱلۡعَلِیمُ
বাকারা: ১২৭।
২: হক থেকে বিচ্যুতির আশংকা থাকলে পড়ব,
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَیۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ
আলে ইমরান: ৮।
৩: হকপথের ওপর অটল রাখার জন্য, দ্বীনের সঠিক বুঝ দান করার জন্য পড়ব,
ٱهۡدِنَا ٱلصِّرَ ٰطَ ٱلۡمُسۡتَقِیمَ
সুরা ফাতিহা।
৪: দুঃখ-দুশ্চিন্তা, দুর্দশায় পড়বো,
حَسۡبِیَ ٱللَّهُ لَاۤ إِلَـٰهَ إِلَّا هُوَۖ عَلَیۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِیمِ
তাওবা: ১২৯।
৫: জীবনে ভালো কিছু হচ্ছে না? যেটাই করি, সুফল তুলে আনতে পারছি না? চাকরিবাকরি হচ্ছে না? ব্যবসায় লাভ উঠে আসছে না? পড়বো,
وَمَا تَوۡفِیقِیۤ إِلَّا بِٱللَّهِۚ عَلَیۡهِ تَوَكَّلۡتُ وَإِلَیۡهِ أُنِیبُ
হুদ: ৮৮।
৬: নিজের দ্বীন-ঈমান নিয়ে সংশয় তৈরি হয়েছে? পরিবেশ-পরিস্থিতির প্রভাবে ঈমান দুর্বল হয়ে গেছে? পড়বো,
رَبَّنَاۤ ءَامَنَّا بِمَاۤ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّـٰهِدِینَ
আলে ইমরান: ৫৩।
رَبَّنَاۤ ءَامَنَّا فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّـٰهِدِینَ
মায়েদা: ৮৩।
৭: মন অস্থির হয়ে আছে? কোনো কাজে মন বসছে না? একটু ধৈর্য-সবর নেই? সিজদায় লুটিয়ে পড়বো,
رَبَّنَاۤ أَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرࣰا وَتَوَفَّنَا مُسۡلِمِینَ
আরাফ: ১২৬।
رَبَّنَاۤ أَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرࣰا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَـٰفِرِینَ
বাকারা: ২৫০।
৮: মনটা ভীষণ খারাপ? মনটা বিষন্ন? সিজদায় লুটিয়ে গিয়ে পড়বো,
إِنَّمَاۤ أَشۡكُوا۟ بَثِّی وَحُزۡنِیۤ إِلَى ٱللَّهِ
ইউসুফ: ৮৬।
৯: নেকসন্তান দরকার? সন্তানকে নামাজি বানানোর ইচ্ছা? সিজদায় লুটিয়ে গিয়ে পড়বো,
رَبِّ ٱجۡعَلۡنِی مُقِیمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّیَّتِیۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَاۤءِ
ইবরাহিম: ৪০।
১০: মনটা সংকুচিত হয়ে আছে? মনে কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না? সিজদায় লুটিয়ে পড়বো,
قَالَ رَبِّ ٱشۡرَحۡ لِی صَدۡرِی وَیَسِّرۡ لِیۤ أَمۡرِی
তোয়াহা: ২৫-২৬।
১১: জানাশোনা কম? লেখাপড়া কম পারি? বুঝিশুনি কম? সিজদায় লুটিয়ে বারবার পড়তে থাকবো,
رَّبِّ زِدۡنِی عِلۡمࣰا
তোয়াহা: ১১৪।
১২: নফস ও শয়তানের দৌরাত্ম্যে জীবন অতিষ্ঠ? শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে, শয়তানকে তাড়াতে সিজদায় লুটিয়ে পড়বো,
رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَ ٰتِ ٱلشَّیَـٰطِینِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن یَحۡضُرُونِ
মুমিনুন: ৯৭-৯৮।
১৩: দুরারোগ্য ব্যাধিতে জীবন জর্জরিত? রোগাবালাইয়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে? সিজদায় লুটিয়ে পড়বো,
أَنِّی مَسَّنِیَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّ ٰحِمِینَ
আম্বিয়া: ৮৩।
১৪: জাহান্নামের আযাবের ভয় লাগছে? জাহান্নামের আযাব থেকে বাঁচতে সিজদায় লুটিয়ে পড়বো,
رَبَّنَا ٱصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَنَّمَۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
ফুরকান: ৬৫।
১৫: নেককার সন্তান ও বিবি দরকার? বিবি ও সন্তান নেককার হয়নি? সিজদায় লুটিয়ে নিয়মিত বারবার পড়বো
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَ ٰجِنَا وَذُرِّیَّـٰتِنَا قُرَّةَ أَعۡیُنࣲ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا
ফুরকান: ৭৪।
১৬: দুনিয়া ও আখেরাতে সব ধরণের কল্যাণ লাভের জন্য সিজদায় লুটিয়ে বারবার পড়বো,
رَبَّنَاۤ ءَاتِنَا فِی ٱلدُّنۡیَا حَسَنَةࣰ وَفِی ٱلۡـَٔاخِرَةِ حَسَنَةࣰ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
বাকারা: ২০১।
১৭: মা-বাবার জন্য নিয়মিত সিজদায় লুটিয়ে পড়বো,
رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّیَانِی صَغِیرࣰا
ইসরা: ২৪।
১৮: সমস্ত মুমিনের জন্য মাগফিরাতের দোয়া করব,
رَبَّنَا ٱغۡفِرۡ لِی وَلِوَ ٰلِدَیَّ وَلِلۡمُؤۡمِنِینَ یَوۡمَ یَقُومُ ٱلۡحِسَابُ
ইবরাহিম: ৪১।
১: কুরআন কারীমে আরো দোয়া আছে। উপরোক্ত দোয়াগুলো নিয়মিত পড়ার অভ্যেস গড়ে তুলতে পারলে, বাকি দোয়াগুলোও আস্তে আস্তে পড়ার অভ্যেস তৈরি হয়ে যাবে।
২: কুরআন কারীমের দোয়াগুলো মোটাদাগে প্রায় সবারই মুখস্থ থাকে। কিন্তু সমস্যা হল মুনাজাতের সময় দুয়েকটার বেশি মনে আসে না। এমনটা হওয়ার কারণ দোয়াগুলো পড়ার অভ্যেস না থাকা। নিয়মিত সচেতনভাবে চেষ্টা করলে, কাজ হবে।
৩: এজন্য সহজ হল, যেসব দোয়া পারি, সেগুলোর সাথে একটা একটা করে দোয়া বাড়াতে থাকা। নতুন দোয়াটি কয়েকদিন পড়ার পর, আরেকটি দোয়া মুনাজাতের তালিকায় যোগ করা। এভাবে মেহনত চালিয়ে গেলে, দুয়েক মাসের মধ্যেই কুরআন কারিমের সমস্ত দোয়া অনায়াসেই মুনাজাতে উঠে চলে আসবে। ইন শা আল্লাহ।
৪: আরো ভালো হয়, প্রতিদিন ৫-১০ মিনিট নির্ধারণ করে, কুরআন কারীমের সবগুলো দোয়া একসাথে পড়া। পড়ার সময় খেয়াল রাখা, কোন কোন দোয়া মুনাজাতের সময় আমার মুখে উঠে আসে না। সেগুলোর দিকে বাড়তি মনোযোগ দেয়া। এভাবে মেহনত করলে, একমাসও লাগবে না, সমস্ত কুরআনি দোয়া আমার যবানে গেঁথে যাবে। মনেও ইনশা আল্লাহ।
রাব্বে কারিম তাওফিক দান করুন। আমিন।
শায়েখ: Atik ullah
0 Comments