ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে, আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
আর মানানসই পাত্রস্থ করতে না পেরে, মস্তিষ্ক বি-গ-ড়ে যাবার কারণে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বি_ষা_ক্ত থেকে যাবে; তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দর-কষা-কষি করবে৷
আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অ_স_হ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০টা বছর পুরুষের ফিতরাতে টে-ক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও, সে মানসিকভাবে পুরুষ।
স্বামী তাকে দৈহিকভাবে নারী পেলেও সে মানসিকভাবে পুরুষ। আর পুরুষের মতোই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয়, ভোগ_বাদের জগতেই দেখতে চায়।
আল্লাহর কসম করে বলছি, এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌ-ব-ন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মু_ক্তি থেকেও।
এরা একটা পর্যায়ে কট্টর নারী-বাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজি_বাদী সমাজের আড়ালেই দা''-*জ্জা''-*ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরি করতে সক্ষম হয়েছে।
এটাই শেষ যামানার ভয়া_বহ অন্ধ-কারে-র ফি'-*ত'-*না৷
লেখা : WaraQah WQ

0 Comments